বুকের ভেতর একটা ব্যাখ্যাহীন অস্থিরতা -
আগুন জ্বলছে মাথায় আমার ,
মাংসপেশীগুলো ক্রমে অবশ হয়ে আসছে
বহুদিন ধরে আমি কোনো স্বপ্ন দেখছি না।
আমার অমোঘ আলসেমি আমায় জাপ্টে ধরেছে
চোখের সামনে ঝাপসা দিনগুলো -
একে একে সরে যাচ্ছে ,
দুরের ঐ নিয়নআলোতে
নিজের ধ্বংস দেখতে পাচ্ছি।
আজকাল আর লিখতে ইচ্ছে করে না
চিন্তাগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে -
ফেরারী এই মনটার উপর ,
আমার আর কোনো নিয়ন্ত্রন নেই।
কি করব কিছুই বুঝে উঠতে পারছি না -
সামনের দরজাগুলো সবই বন্ধ ,
শুধুই দীর্ঘনিশ্বাস -
আমার হেরে যাবার লড়াই।
তবুও যখন আকাশ ভেঙে বৃষ্টি নামে
বাজ পড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায় -
মাঝরাতে ঘরের জানলা দিয়ে আমি তান্ডব দেখি ,
কে যেন আমায় হাতছানি দিয়ে ডাকে।
আবার যখন ভোররাতে শিশির পড়ার শব্দ পাই
মেঘদূতেরা আমার জন্য কোনো খবর বয়ে নিয়ে আসে ,
আমি জেগে উঠি -
মাথার আগুন নিভে যায়
চোখে চশমা গলিয়ে উঠে দাড়াই -
ঠোঁটে সিগারেট গুঁজে আমি চিন্তামগ্ন হই।
এখনো সময় আছে , দেরী হ্য় নি -
যা ক্ষতি হয়েছে , তাতে কি বা এসে গেলো ?
নতুন করে আবার সব কিছু শুরুই করা যায় ,
আবার তোমাকে ভালোবাসা যায় -
আমার পক্ষে হেরে যাওয়া অত সহজ নয়।
Shibasish Dasgupta
1st May, 2009
Gainesville, Florida
USA.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




