হিন্দু ধর্মের প্রথম বৈশিষ্ট্য, ইহা অন্য কতকগুলি ধর্মের মত কোনও ব্যক্তি বিশেষের জীবন কাহিনী ও জীবন-চরিত এবং তাঁহার প্রচারিত মতবাদের সঙ্গে অবিচ্ছেদ্য ভাবে জড়িত নহে। যেমন যীশুকে বাদ দিয়ে খ্রীষ্টান ধর্মের অস্তিত্ব কল্পনাই করা যায়না, মোহম্মদের জীবনী ও শিক্ষা যেমন ইসলাম ধর্মের অন্যতর প্রধান প্রতিষ্ঠা।
হিন্দু ধর্মের প্রথম বৈশিষ্ট্য হইতে দ্বিতীয় বৈশিষ্ট্য সহজেই আসে। হিন্দু ধর্মের কোন creed নাই; সেই জন্য কেহ কেহ ইহাকে ধর্ম বলে মানিতে চাহে না। বাস্তবিক, সমগ্র মানব জীবনের একটা creed (কলেমা) একটা সঙ্গা যেমন এক কথায় দেওয়া যায়না, হিন্দু ধর্মের সম্বন্ধেও তাই বলা যায়। creed না মানিলে দল পাকাইতে পারা যায়না।
প্রায় সব ধর্মের মত হিন্দু ধর্ম এক শাশ্বত সত্তাকে মানে। উহার প্রকাশ নানা ভাবে হয়। এই প্রকাশকে ধরিবার জন্য হিন্দু আদর্শে এক. জ্ঞানের পথ ও দুই. ভক্তির পথ- উভয়কেই রাখা হয়।
বিশ্ব-ব্রম্মাণ্ডের ভিতরে ঐশ্বরিক সত্তা বা শক্তি বিদ্যমান ‘খেলতি অণ্ডে, খেলতি পিণ্ডে’- ঐশী শক্তি ব্রম্মাণ্ডে বা বিশ্ব-প্রকৃতিতে লীলা করিতেছেন। হিন্দু ধর্মে বিশ্বাত্মানুভূতি বিশেষ ভাবে বিদ্যমান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




