সাম্প্রতিক সময়ে মনে রাখবার মতন খুব বেশি চলচ্চিত্র দেখা হয়নি আমার।সত্যি বলতে কি - হলিউডি Sci-fi/Action ছবি দেখে দেখে খানিকটা ক্লান্তই হয়ে ছিলাম।আর কত ভীন গ্রহের এলিয়েন কিংবা কুচক্রি সন্ত্রাসীদের কাজকম্ম দেখা যায় বলুন?তবে কাল রাত্তিরে আমার সমস্ত হতাশায় জল ঢেলে দিলো এক খানা চমৎকার ছবি - এতটাই ভালো যে আমি মোটামুটি নিশ্চিত খুব শিগ্গর এমন ছবি আর দেখা হচ্চে না -এ'রম ছবি তৈরি হয় কালেভদ্রে।
"The curious case of Benjamin Button"ছবির গল্প আবর্তিত হয়েছে ঘড়ির কাটার উল্টো দিকে চলতে থাকা একজন মানুষকে ঘিরে।সে মানুষটির বেড়ে ওঠা,জীবন নিয়ে উপলব্ধি,ভালোবাসা - সবকিছুই অসাধারন মুন্সিয়ানার সাথে পরিচালক দেখিয়েছেন।ছোট ছোট দৃশ্যকল্প,সংলাপ,আপাত সম্পর্ক হীন ঘটনা পরম্পরার মধ্য দিয়ে উঠে এসচে ছবির অন্তর্নিহিত দর্শন - প্রথাগত হলিউডি চলচ্চিত্র নির্মান ব্যাকরণের উল্টো পথে হেটে।
ছবির প্রত্যেক কলাকুশলীই অসাধারণ কাজ দেখিয়েছেন - বিশেষ করে ব্র্যাড পিট এর কথা না বল্লেই নয়।বিভিন্ন বয়স স্তরে যে সময়ানুগ অভিনয় এ চরিত্রটি দাবী করে - তার ষোল আনাই মিটিয়েছেন তিনি।সম্ভবত - এখন পর্যন্ত এটাই তার সব চাইতে ভালো কাজ।
ছবির বিস্তারিত কাহিনি বলে মজা নষ্ট করতে চাইনা - না দেখে থাকলে এখনই দেখে ফেলুন - বিতর্ক সাপেক্ষে এ বছরের সেরা ছবিটি।

সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




