সুন্দরবনের টারজান লেখাটি পড়ে অনেকেই সুন্দরবনে যাওয়ার ব্যপারে উৎসাহ দেখিযেছেন। অধিকাংশরাই জানতে চেয়েছেন সুন্দরবন কিভাবে যাওয়া যাবে? কত দিনের প্রোগ্রাম? কত টাকা লাগবে ইত্যাদি।
ঢাকা থেকে সুন্দরবন টুরিস্ট নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু ট্যুর অপরেটর কাজ করে যেমন: দ্যা রয়েল ট্যুরস, বেঙ্গল ট্যুরস, হলিডে ট্যুরস, দ্যা গাইড ট্যুরস, জংগল বাড়ি ইত্যাদি। এসব ট্যুর কোম্পানী গুলোর এক এক জনের বৈশিষ্ট এক এক রকমের। কেউ জালি বোটে মাদুর বিছিয়ে আপনাকে নিয়ে যাবে, কেউ এসি ক্যাবিনের জাহাজে চড়িয়ে আপনাকে সুন্দরবন নিয়ে যাবে। কারো খাওয়া সিংগেল মেন্যু, কারো ডাবল মেন্যু কারো বা বুফে। এদের কেউ বসে আছে আপনার গলা কাটার জন্য আর কেউবা আপনার জন্য উপহার হিসেবে রেখেছে সীমাহীন দূর্ভোগ।
প্রশ্ন হলো বিশ্বাস করবো কাকে? উপরে যাদের নাম বললাম তারা প্রায় সবাই সুন্দরবন নিয়ে ব্যবসা করে। সেই ব্যবসার পন্য সুন্দরবন আর ক্রেতা আপনি, আমি বা আমরা। এর ভেতর একটি প্রতিষ্ঠান “ধ্রুব কমিউনিকেশন” সুন্দরবনকে নিয়ে ব্যবসা না করে সুন্দরবনের প্রতি মানুষের ভালবাসা ও মমতা সৃষ্টির জন্য কাজ করছে। তারা সুন্দরবনের অতিথীদের অতিথীর মতোই মর্যাদা দিয়ে নিয়ে যায়, অতিথীদের কাছে সুন্দরবনকে অন্য দৃষ্টি কোন থেকে উপস্থাপন করে। এ প্রতিষ্ঠানটি অতিথীর আর্থিক সংগতির সাথে সমন্বয় করে ট্যুর প্রোগ্রাম পরিচালনার চেষ্টা করে।
টুরিস্টদের জন্য ঢাকা খুলনা ঢাকা এসি এবং নন এসি দু’ভাবেই যাওয়ার ব্যবস্থা আছে। যে যেটি পছন্দ করেন। খুলনা থেকে সুন্দরবন যে শিপটি যাবে তার নাম “ম্যাগপাই”। এ শিপে ভিআইপি ক্যাবিন - ৩০,০০০/- টাকা, দু’জন থাকা যায় এবং এ্যাটাচ বাথ। টুইন বেড ক্যাবিন- ২০,০০০/- দু’জন থাকা যায়, কমোন বাথ এবং ফোর টায়ার কেবিন - ২৫,০০০/- চার জন থাকা যায়, কমোন বাথ। এই হিসেবে মাথাপিছু:
ভিআইপ: ১৫০০০/-
প্রথম শ্রেনী: ১০০০০/- এবং
দ্বিতীয় শ্রেনী: ৬৫০০/-
খাওয়া সব শ্রেনীর জন্য একই, বুফে।
খাবার মেন্যু:
১ম দিন
সকাল ৮:০০ ব্রেকফাস্ট উইথ ফ্রুট এন্ড ফ্রুট জুস
১১:০০ হালকা নাস্তা ও চা
২:০০ ইন্ডিয়ান ডিস (বুফে)
৪:৩০ বিকালের নাস্তা
৯:০০ রাতের খাবার (চাইনিজ ফুড - বুফে)
২য় দিন
সকাল ৫:০০ চা ও বিস্কিট
৯:৩৯ ব্রেকফাস্ট পরাটা সাথে ভেজিটেবেল ও ডিম
১২:৩০ ফ্রুটস সালাদ ও চা
২:০০ দেশি খাবার সাথে ইলিশ ও অনান্য মাছ (বুফে)
৪:৩০ বিকালের নাস্তা
৯:০০ রাতের খাবার (কাবাব, মুরগী ও সেমন মাছের বারবিকিউ সাথে পরাটা)
তৃতীয় দিন
সকাল ৮:০০ ব্রেকফাস্ট
১১:৩০ হালকা নাস্তা ও চা
২:০০ পান্তা ইলিশ / খিচুড়ির সাথে ইলিশ ফ্রাই ও গরুর মাংস (বুফে)
৪:৩০ বিকালের নাস্তা
ধ্রুবর পরবর্তী ভ্রমনের রুট খুলনা-মোংলা-হাড়বাড়িয়া-কচিখালি-কটকা বিচ। আপনাদের সুবিধার জন্য ধ্রুবর বিজ্ঞাপনটি এখানে সংযুক্ত করা হলো। আগ্রহীরা 01711738553 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ভ্রমণের তারিখ 19-22 সেপ্টেম্বর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



