কারন এ দেশে এ খেলার প্রচলন নেই বললেই চলে। হাতেগোনা কয়েকটি ক্লাব রয়েছে বাংলাদেশে, খেলোযারের সংখ্যা ও সীমিত। তবে সেই গলফ খেলোয়ারাই যে বাংলাদেশের জন্য সোনা জয় করে নিয়ে আসবে তা হয়তো বা ছিল সবার কল্পনাতীত। এজন্য বাংলাদেশের চার খেলোয়ার জাকিরুজ্জামান, দুলাল, সাখাওয়াত ও জামালকে সমস্ত বাংলাদেশীদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এখন নতুন প্রজন্ম অনান্য খেলার পাশাপাশি এ খেলার চর্চা করবে তা বলাবাহুল্য্ । কিন্তু
এ খেলা চর্চার জন্য যেসব উপাদান দরকার তা আমাদের দেশের জন্য অপ্রতুল। আর এ জন্য সরকারের পাশাপাশি আমাদেরেকেও সর্বাত্বক চেষ্টা গলফ খেলার উপাদান ও পারিপার্শ্বিক পরিবেশ উন্নয়নের জন্য যাতে করে ভবিষ্যতেও আমরা আজকের মত কৃতিত্ব বয়ে আনতে পারি।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




