সহকর্মীকে সাথে নিয়ে নিউমার্কেট যাচ্ছিলাম। বাস থেকে ফার্মগেইট নেমে ওভার ব্রীজ দিয়ে পার হতে গিয়ে দেখলাম লোক জনের জটলা । ভাবলাম কোন অঘটন ঘটল কিনা। দুজন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে ধরে নিলাম নিশ্চয় পকেটমার ধরা পরেছে। তাওনা, খুব সম্ভবত প্রধান মন্ত্রী কিংবা রাষ্ট্রপতি আসছেন। তাঁদের নিরাপত্তার জন্য কাউকে ব্রীজে ওঠতে দেয়া হচ্ছে না। তাই বাধ্য ছেলের মত উনার না যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা ছাড়া তো উপায় নেই। এর মধ্যই শুরু হয়ে গেল নানান মুখে নানা মন্তব্য। যাই হোক, উনার চলে যাবার পর দুদিক থেকে জমে থাকা লোক জন ব্রীজ দিয়ে পার হতে শুরু করল।
'বুড়া লোকটার কারবারটা দেখলেন' সহকর্মীর মুখে এই কথাটি শুনে না বুঝে ডানে বামে সেই বুড়া লোকটিকে খোজতে লাগলাম। তাকে না দেখে সহকর্মীকে জিজ্ঞেস করলাম কি করেছে। "এই যে সামনের মেয়েটার পেছনে হাত দিল" কথাটা শুনার পর খেয়াল করলাম আমাদের সামনে একটা সালোয়ার কামিজ পড়া (কলেজ পড়ুয়া হবে হয়ত) মেয়ে হাঁটছে। মেয়েটাকে দেখে খুব খারাপ লাগল। সহকর্মী বলল, আশ্চর্য এই রকম বুড়া মানুষ তার মেয়ের বয়সী একটা মেয়ের সাথে এরকম আচরণ কি ভাবে করে! আমি বললাম ব্যাটাকে ধরলা না কেন? সে বলল ধরে কি বলব ? আমি বললাম অন্তত বলতাম চরিত্রটা পাল্টান। লজ্জা থাকলে ভবিষ্যৎ এ এরকম কাজ আর করবে না। সে বলল, আমি ধরলে কি হবে, যার সাথে এরকম আচরণ করল তার তো কোন প্রতিবাদ নেই । আমি বললাম, মেয়েরা তো লজ্জায় কিছু বলতে পারবে না। চোখে পড়লে ছেলেদের উচিত এগুলোর প্রতিবাদ করা।
ভেবে পাই না মানুষ এত বিকৃত রুচির হয় কীভাবে। যারা এই কাজ গুলো করে তারা কি একবারও ভাবে না তার মা, স্ত্রী, নিজের মেয়ের কথা। যখন এধরনের ঘটনাগুলো শুনি তখন মনে হয় যদি সে সব .......বাচ্চাদের দুগালে দুটা ........ মারতে পারতাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




