অনেকদিন পর বসেছি ব্লগে লিখব বলে.......
সাম্প্রতিক সময়ের অনেক বিষয় নিয়ে আমাদের দেশের বিশিষ্টজনেরা পত্রিকা কিংবা রাত বিরাতে টক শো নিয়ে ব্যস্ত। তাদের কথা শুনলে আপনি সরল সমাধানে পৌঁছাতে পারবেন কিনা আমার সন্দেহ। আমিতো কোন সমাধানই পাইনা। আমার চিন্তা শক্তি বিশিষ্টজনদের মতো নয় বলেই হয়তো এমন হচ্ছে। কিন্ত আমি আরেকটি বিষয় ও ভাবছি যে, যারা রাত বিরাতের টকশো দেখে তারা কি আমার মতো করে ভাবে নাকি বিশিষ্টজনদের মতো??
জানিনা.......
তবে আমার মতো সাধারনদের কিছু বিষয় নিয়ে রাত বিরাতে টক শো তে অংশগ্রহন না করতে পারলেও কিংবা ফোনে মতামত না দিতে পারলেও এটুকু বুঝি যে, 'থলে হাতে বাজারে যাওয়ার দিন ফুরুলো বলে!'
পরশুদিন রাতে বউ বলেছিল কিছু এলাচি কিনে এনো। বাজারে গিয়ে পাইকারী দোকানে জিজ্ঞেস করলাম, "ভাই, এলাচের দাম কেমন?" দোকানীর পাল্টা প্রশ্ন, "১০০ গ্রাম না ৫০ গ্রাম?" দাম শুনে ভ্যাবাচেকা খেয়ে গেলাম কিনা এখনো বুঝতে পারছিনা। আমি কি ভ্যাবাচেকাই খেয়েছি কিনা তা জানতে আপনাদের দারস্থ হলাম.......
আপনাদের নিকট আমার প্রশ্ন, "৫০ গ্রাম এলাচের বর্তমান দাম কত?" যিনি সঠিক উত্তর দিবেন তার জন্য আমার তরফ থেকে গিফ্ট আছে। উত্তরটি কনফার্ম হতে পারলে বুঝতে পারবো আমি কি ভ্যাবাচেকাই খেয়েছিলাম নাকি অন্যকিছু? বিশিষ্টজনেরা দয়া করে টকশো'র মতো করে বলবেন না........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




