আজকে বহু প্রতীক্ষিত ক্রিকেট বিশ্বকাপের'১১ উদ্বোধন। অনেক সীমাবদ্ধতা থাকা সত্তেও আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি, যেন উদ্বোধনী অনুষ্ঠান সহ বাকি খেলা গুলো ভালমত অনুষ্ঠিত হয়। বিশ্ববাসীর কাছে আমাদের ভাবমূর্তি যেন আরও উজ্জ্বল হয়।
আমারা আমাদের ক্রিকেট দলকে সবাই সমর্থন দিয়ে যাবো, যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে।
দল হারলেও যেন আমাদের আচরণ ইডেন গার্ডেন এর দর্শকদের মত না হয়। আমরা সেই রকম কোন কলঙ্ক নিতে চাই না।
আমরা চাই জয় করতে, খেলা দিয়ে মাঠে জয় আর আথিতিয়েতা দিয়ে খেলোয়াড়, পর্যটকদের মন জয়।
আমাদের অগাধ বিশ্বাস আমরাই পারবো জয় করতে, তাইতো বলি আমরা করবো জয়. . . .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




