আজ থেকে ষাট বছর আগের এই দিনে এক বাচ্চার জন্ম হয়, নার্স পিঠে চাপড় দিয়ে বলে, " ২০ বছর পর ১৯৭১ সালে এই ছেলে ইঞ্জিনিয়ার হবে"। ২০ বছর পর সে ইঞ্জিনিয়ার হয়নি কিন্তু কিছু একটা হয়েছিল। একটি দেশের জন্মের জন্য সে শহীদ হয়েছিল। শুভ জন্মদিন শাফি ইমাম রুমি।
উনার নিজ হাতে লিখা একটা চিঠি। যদিও চিঠির এই অংশটুকু কপি পেস্ট করলাম তারপরও এটা পড়ে কারো মনে যদি বিন্দু পরিমাণ দেশ প্রেমের উদ্ভব হয় তাহলে তো ভালই। গত কাল এই ভিডিওটা দেখে খুব মন খারাপ হয়েছিলো।
আগরতলা
১৬ জুন,'৭১
প্রিয় মামা,
অবাক হয়ো না!এটা লেখা হয়েছিল আর তোমার কাছ পর্যন্ত পৌছাল ও।
পড়ার পর চিঠিটা নষ্ট করে ফেলো।এ নিয়ে মাকে কিছু লিখে জানানোর চেষ্টা কোরো না।
তাহলে বিপদে পড়তে হবে।
তাড়াহুড়া করে লিখলাম।হাতে সময় খুব কম।
বেস ক্যাম্পের উদ্দেশ্যে কাল এখান থেকে চলে যেতে হবে।
আমরা একটা ন্যায় সংগত যুদ্ধে লড়ছি।আমরা জয়ী হব।
আমাদের সবার জন্য দোয়া কোরো।কী লিখব বুঝতে পারছি না-কত কী নিযে লেখার আছে।নৃশংসতার যত কাহিনী তুমি শুনেছ,ভয়াবহ ধ্বংসের যত ছবি তুমি দেখেছ,জানবে তার সবই সত্যি।
ওরা আমাদের নৃশংসতার সাথে ক্ষতবিক্ষত করেছে,মানব-ইতিহাসে যার তুলনা নেই।
আর নিউটন আসলেই যথার্থ বলেছেন,একই ধরনের হিংস্রতা নিয়ে আমরাও তাদের ওপর ঝাপিয়ে পড়ব।ইতিমধ্যে আমাদের যুদ্ধ অনেক এগিয়ে গেছে।বর্ষা শুরু হলে আমরা আক্রমনের তীব্রতা বাড়িয়ে দেব।
জানি না আবার কখন লিখতে পারব।আমাকে লিখো না।সোনার বাংলার জন্য সর্ব্বোচ্চ যা পারো করো।
এখনকার মতো বিদায়।
ভালোবাসা ও শ্রদ্ধাসহ,
রুমী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




