অনেকদিন ধরেই ভাবছিলাম আমি যখন সেইফ ব্লগার হবো তখন আমার প্রথম পোষ্টটা কি নিয়ে হবে? কিভাবে সামুতে একটা রাজকীয় এন্ট্রি করা যায়? তো ভাবনার একপর্যায়ে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় হঠাৎ করেই নিজামীর অতিমানবীয় চেহারাটি আমার চোখের সামনে ভেষে উঠল।
এই পোষ্টটা লেখার আগে একটা বিষয় নিয়ে গভীর ভাবে চিন্তা করছিলাম। বিষয়টা হলো যে ' স্বাধীনতা বিরোধীদের বিচার সম্পন্ন হতে মোট কতো সময় লাগবে'। আম্লীগ ক্ষমতায় আসার পর গত দেড় বছরে তাদের নতিগতি আমার কাছে ভাল ঠেকছেনা। আমি নিশ্চিত যে আম্লীগ সরকার বিচার প্রক্রিয়া শুরু করবে ঠিকই কিন্তু তা শেষ করে যাবে না। তারপর যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন তারা এই বিচার প্রক্রিয়া আরো পাঁচ(৫) বছর স্থগিত রাখবে। এরপর যখন আম্লীগ আবার ক্ষমতায় আসবে তখন তারা হয়তো বিচার প্রক্রিয়া শুরু করবে কিন্তু তা সমাপ্ত হতে আরো তিন থেকে চার (৩-৪) বছর সময় লাগতে পারে। তো আমার হিসাবে রাজাকারদের বিচার সম্পন্ন হতে মোট ১২-১৩ বছর সময় লাগবে।
একটা প্রশ্ন?
ধরুন আজ থেকে ১৩ বছর পর কোর্ট থেকে নিজামী'র ফাসির আদেশ আসলো। কিন্তু ঐ দিকে যদি আজরাইল বাবাজি নিজামী'র সাথে তার সাক্ষাৎকার সম্পন্ন করে ফেলেন তখন জাতি হিসেবে আমরা কাদের সামনে মুখ দেখাব?
আমাদের দেশের অকর্মা রাজনীতিবিদরা ধৈর্য ধারন করার অভিনয় করলেও আমার মতো তরুন প্রজন্মের দীর্ঘ ১৩ বছর অপেক্ষা করার মতো ধৈর্য নাই।
তাই আমি আজকে বাংলার বীর সন্তানের মতো হাতে তুলে নিয়েছি মাউস( কী-বোর্ড ফ্লপ হইছে তাই) আর চোখের সামনে এনেছি ফটোশপ তারপর নিজামীকে দিয়ে দিয়েছি অতি কাঙ্খিত একটা বাইনারী থাপ্পর।
এর আগে আনসেইফ থাকা অবস্থায় সাহারা খাতুনের একটা ছবি একেছিলাম। যেটা ব্লগার 'মামুন বিদ্রোহী' কল্যানে সংকলিত পাতায় এসেছিল। যারা ছবিটা মিস করেছেন তাদের জন্য লিংকটা নিচে দিয়ে দিলাম।
http://www.somewhereinblog.net/blog/shoebadnan/29095691
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




