অরিজিনাল ছবি:
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। গত পোষ্টে আপনাদের ব্যাপক সমর্থন পাইয়া ফুলিয়া-ফাপিয়া সুউচ্চ কেওক্রাডং পর্বতের চুড়ায় পৌছাইয়া গিয়াছিলাম। কিন্তু বর্তমানে ঢাকায় ১০০° সেলসিয়াস গরমে শরীরের সব পাঁনিমুবারক গলগল করিয়া বাহির হইয়া গিয়াছে। তার উপরে আবার ইউনিভার্সিটি শিক্ষক মহাশয়দের অতীব অত্যাচারে একটু সুখে থাকার অনূপম ইচ্ছাটুকু ধূলিসাৎ হইবার উপক্রম দেখা দিয়াছে।
কিন্তু এই স্বাধীনতা দিবসে কি আর অখুশি থাকা যাইতে পারে? তাই খুশির উপকরন হিসাবে বাছিয়া নিয়াছি নিজামীর টুপিমুবারক...থুক্কু... টাকমুবারক।
নিজামী'কে নিয়া আর ছবি বানাবোনা বলিয়া একটা সিদ্ধান্তে উপনিত হইয়াছি। পরবর্তিতে অন্য কোন রাজাকারের ছবি নিয়া আপনাদের সহিত আবারো দেখা হইবে। আবারো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




