ঈদ আসে ঈদ যায় রেখে যায় কিছু মনে রাখার মত ঘটনা। এই ঈদে আলামিন কে খুব মনে পড়েছে। ২০০৫ সাল, খুলনা বিশ্ববিদ্যালয়, ২৪ জনের ১ টা ব্যাচ শুরু করেছিল তাদের এগিয়ে চলা। ভাগ্য মানুষকে কখন কোথায় নিয়ে যায় তা কেউ বলতে পারে না। 1st year 1st term exam টা শেষ হতে না হতেই আলামিন বলল দোস্ত আমি চলে যাচ্ছি তোরা আমার জন্য দোয়া করিস। আলামিন এখন USA তে। আল্লাহর রহমতে সে ভাল আসে কিন্তু আজ আমরা আমাদের জীবন কে ঠিক পথে চালনার জন্য মরিয়া হয়ে উঠেছি। আর মাত্র ১ টা বছর । তার পর আমরা বন্ধুরা কে কোথায় যাব তা ১ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে সেই শক্তিমান আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ যে যেখানেই থাকি না কেন আমরা সবাই যেন আগের মত বন্ধু থাকি।
আজ থেকে কিছু দিন আগে আলামিন এসেছিল আমাদের মাঝে। তাকে পেয়ে খুব খুশি হয়েছিলাম আমরা। সেই আলামিন কে নিয়ে আমদের কিছু ফটো।
রুপসা নদীর তীরে আমরা কয়জন.......
সোহাগ অনেক দিন পর আজ খালি গায়ে ঘুরছি - আলামিন
আলামিন
চল আজ আমরা অনেক দিন পর একসাথে খাব। আমরা ক্যাসল সালামে ...
আমরা আজ ২৩ জন খুব আপন মানুষ। জানি না আমদের ভ্যাগে কি আছে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






