আজ ৭ বছর পর আমরা যারা ২০০১ সালে দামুড়হুদা পাইলট হাই স্কুল থেকে এস.এস.সি দিয়ে ছিলাম তারা সবাই ১ সাথে বসলাম। আমাদের বসার স্থান দামুড়হুদা উপজিলা পরিষদ। যথারীতি আমরা সবাই এলাম। সবাই খুব আমরা খুশিতে ছিলাম। কেনইবা খুশি হব না? আজ সাত বছর পর আমরা আমাদের হারানো পড়ার সাথীদের পাইছি। শুরু হল আড্ডা ...................
আমি ধুমপান করি না। আজ তাও আমায় করতে হল বন্ধুদের পাল্লায় পড়ে। খুব বেশি না মাত্র ১ টা টান।
আসাদ- কুষ্টিয়া সরকারী কলেজ...
জহিরুল - চুয়াডাংগা সরকারী কলেজ...
সেলিম - চুয়াডাংগা সরকারী কলেজ...
সোহাগ - খুলনা বিশ্ববিদ্যালয়...
শাহাবুদ্দীন - কুষ্টিয়া সরকারী কলেজ...
শাজাহান - দামুড়হুদা কলেজ.....
বশির - দামুড়হুদা কলেজ.....
রাসেল - রাজশাহী বিশ্ববিদ্যালয়...
রতন - যশোর এম. এম. কলেজ
নূর আলাম মিঠু - জগ্ননাথ বিশ্ববিদ্যালয়...
আলম - ব্যবসায়ী...
সুইট - রাজশাহী বিশ্ববিদ্যালয়...
সুইট - কুষ্টিয়া সরকারী কলেজ...
আড্ডা প্রায় শেষ। যারা আজ আসতে পারিনি তাদের সবাই কে নিয়ে আগামী কুরবানীর ঈদে আমরা বসব আবার আপন হয়ে। আমরা সবাই একমত যে আমরা কেউ সেদিন অনুপুস্থিত থাকব না।
হঠাৎ বশির বলল তাহলে মজিবর কে নিয়ে আসবে? ওর কথায় আমি অবাক হয়ে বললাম কেন তুই নিয়ে আসবি। মজিবর আর বশির প্রায় পাশাপাশি বাড়ীতে থাকে। কিছু সময় পর জানলাম যে সে আমদের ছেড়ে অনেক দূরে চলে গ্যাছে যেখান থেকে কেউ কোন দিন আসে না। প্রিয় ব্লগার, আপনাদের নিকট আমার আকুল আবেদন যে দয়া করে আমার এই অভিমানী বন্ধুর জন্য দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






