
১২ রবিউল আউয়াল রাসূল সাঃ এর জন্মদিন প্রমানিত না। এক্ষেত্রে প্রমাণিত ওনার জন্মদিন সোমবার, ওনার নবুয়াত প্রাপ্তি সোমবার, ওনার হিজরত সোমবার। সুতরাং ওনার আগমনের খুশী উৎযাপনের জন্য প্রতি সোমবার নফল সিয়াম পালন করুন; সোমবার নফল সিয়াম পালন রাসুল সাঃ এর নিজ আমলও । সাহাবায় কেরামও সোমবার নফল সিয়াম পালন করেছেন।
১২ রবিউল আউয়াল রাসূল সাঃ এর ওফাতের দিন সাহবায় কেরাম থেকে প্রমাণিত। সুতরাং তাঁর ওফাত দিবসে আনন্দ উৎসব পালন কি কোন আশেকে রাসুলের আমল হতে পারে??? কোন সাহাবায় কেরাম ১২ রবিউল আউয়ালে কোন উৎসব পালন করেছেন কোন দিন???
রাসুল সাঃ এর প্রতি মহব্বত প্রকাশ করুন রাসুল সাঃ এর শিখিয়ে যাওয়া এবং তাঁর সাহবায় কেরামের দেখানো পদ্ধতিতে। জন্মদিন এর উৎসব করুন তাঁর সুন্নাত প্রতি সোমবার নফল সিয়াম পালন করে। তাঁর নিষেদ করে যাওয়াঃ গান ও বাদ্যযন্ত্র বর্জন করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


