"বেওয়ারিশ" কুকুরের মত আশ্রয় খুঁজে ফেরা আমার মন-
তোমার আস্তাকুরের মতো শরীর খুঁজে পায়....
তুমি আশ্রয় দিলে, আবার কেড়েও নিলে
নিজের খেয়াল মত,গনতন্ত্রের চরমতম অপমান করে
সেই আদিম পূরানের খল নায়িকাই রয়ে গেলে
আমার সেই তুমি, তোমাকে অভিবাদন জানাই হে পরমা...
আমার মনটা আজও বেওয়ারিশ....
শুধু চাঁদনী রাতের সেই অমগ মায়ার টানে
তার পুরনো ঘায়ে রক্ত ঝরে আজও,
ব্যথায় কুকড়ে ওঠা সেই একপেশে
অদৃশ্য,বায়বীয় অথচ অনুভূতিশীল মনটা
সহানুভূতির চরম মাদকতায় ভরা
তোমার মুখটা খুঁজে ফেরে একান্তই নিভৃতে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




