
আপনাকে আমরা গড়ে তুলতে চাই দক্ষ একজন প্রফেশনাল ওয়েব মাস্টার হিসেবে। আগামী ভবিষ্যৎ অনলাইন ভিত্তিক কিন্তু অনলাইন কেন্দ্রিক চাহিদা অনুয়ায়ী পিএইচপি এর উপর দক্ষ ওয়েব মাষ্টার এখনো গড়ে ওঠেনি। কিছু সংখ্যক পিএইচপি এক্সপার্ট আছেন তারা বেশীর ভাগই দেশের বাহিরে। এ অপার সম্ভাবনাময় এবং আগামীর উজ্জ্বল ক্ষেত্রকে বেছে নিতে পারেন আপনার পেশা হিসেবে। আপনার সিদ্ধান্ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বিশ্বের এক নম্বর স্থানে। সিদ্ধান্ত আপনার এবং আপনাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আমরা ফেসবুকে ওয়ার্ডপ্রেস গ্রুপ গঠন করেছি যার অধীনে আমাদের বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে ক্লাস নেয়া হয়ে থাকে। সংশ্লষ্টি এক্সপার্টগণ এসব ক্লাস পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় পিএইচপি ক্লাসের চৌম্বক লাইনগুলো এখানে তুলে ধরা হলো। আরো একটি কথা বলে নেই আমাদের ক্লাস টি সেবামূলক, এখানে কোন টাকা পয়সা নেয়া হয় না, কিন্তু আমরা সুবিধা বঞ্চিতদের সুযোগ করে দিতে চাই। যারা নিজেদের ভবিষ্যত পরিকল্পনা গ্রহণ করতে পারে না, কখন, কোথায় কার কাছে কিভাবে শিখবে তার তথ্য পায় না। এক কথায় এখানে আমরা শিক্ষার্থীদের জন্য সবকিছুর সমন্বয় ঘটিয়েছি।
পিএইচপি প্রথম ক্লাসের সংক্ষিপ্ত বর্ণনা
1. পিএইচপি tag সমূহ দ্বারা শেষ হয়
2. সার্ভারে শর্ট হিসাবে দ্বারা শেষ করা যায়
3. প্রত্যেকটা কোড অবশ্যই সেমিকোলন ( দ্বারা শেষ করতে হয়
4. পিএইচপি ফাইল অবশ্যই .php extension দ্বারা শেষ হয়
Note
এভাবে php কোড লিখে ব্যবহার করলে তা সকল সার্ভারে সাপোর্ট করে না বিধায় আপনারা এভাবে লিখবেন এটা সব সার্ভারে সাপোর্ট করে।
আগ্রহীগণ নিচের লিংক এ ক্লিক করুন।
Click This Link
পিএইচপি দ্বীিতীয় ক্লাসের সংক্ষিপ্ত বর্ণনা
php comment
php comment ২ প্রকার
১। single line comment
২। block comment
single line comment এ শুধু একটা লাইনকে কমেন্ট করা যায়।
block comment এ অনেক গুলো লাইনকে কমেন্ট করা যায় এর দ্বারা অনেক বড় কোডকে কমেন্ট করা যায়
উল্লেখ্য এই কমেন্ট ব্যবহার করা হয় script বা code সম্পর্কে কোন মন্তব্য করার জন্য যা আবার সার্ভারে execute হয়না।
php variable
PHP ভেরিয়েবল তথ্য জমা রাখার জন্য ব্যবহার করা হয়। যেমন-
১। string ভেরিয়েবল
২। number ভেরিয়েবল
৩। array ভেরিয়েবল
php ভেরিয়েবল কে অব্শ্যই $ সাইন দ্বারা শুরু করতে হয়, নতুন php প্রোগ্রামাররা প্রায় সময় $ দিতে ভুলে যায় । $ সাইন না দিলে এটি variable হিসাবে কাজ করবে না।
সঠিক ভাবে php তে variable Declare করার নিয়ম
$var_name = value;
string এর জন্য ভ্যালুতে দুইটা কোটেশন দিতে হয় যেমন
$a=" Hello "; (কোটেশন single বা double যে কোন একটা দেয়া যায়)
Output
variable অবশ্যই letter দিয়ে শুরু করতে হবে কখনো ভুল করেও Alpha-numeric characters বা space দিয়ে লেখা যাবে না।
a-z, A-z, and _ এমন হতে পারে কিন্তু শুরুতেই গাণিতিক 0a 0b 0A এরকম variable দেয়া যাবে না।
আগ্রহীগণ নিচের লিংক এ ক্লিক করুন।
Click This Link
**************************************************************

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




