There is nothing like:
‘They live happily ever after’
আধারের ঠোঁটে হাসি ফোটানোর জন্য
জোনাক জ্বলে জ্বলে নিজেকে করেছে নিঃশেষ ।
রাত তবুও সুখী হতে পারেনি ।
রোদ সুখী হবে বলে
তীব্র আশ্লেষে শুষে নিয়েছে জল কে,
মেঘবতী প্রেম দিয়েছে তারে ।
বৃথাই সে আবেগ ,
মেঘ কেঁদে কেঁদে ঝরে গ্যছে শ্রাবনে ,মরু বুকে,
রোদ আক্রশ ঢেলে জানিয়েছে-চির অসুখী সে ।
নৈশব্দ সুখ খুঁজে খুঁজে
ওষ্ঠের কাছে বিনম্র নিবেদন করেছিল শব্দের,
অতঃপর শব্দেরা কবিতা হল,হল স্তুতি,প্রার্থনা,গান আর হাসি-কান্না
অভিমান এসে কোন এক দিন মৌনতা একে দিল তাতে।
নৈশব্দ বুঝে নিল শব্দের সুখ নির্বাধ নয় ।
অতঃপর তারা কখনই সুখে বসবাস করতে পারে নি ।
February 2014, London

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



