যদি মনে কর ভূলে গ্যছো
নেড়ে দেখ , বারান্দায় ঝোলানো বিকেল গুলো কে,
আমাদের একান্তের ঐকান্তিক গুলেল এখনও ঝেড়ে ফেলেতে দিলেনা ওদের,
প্রশ্ন করে দেখ সেই রাত গুলোকে যারা একাই বালিশে শুয়ে সকাল হওয়া দেখছে প্রতি দিন।
দুরেও কি দিয়েছ যেতে?!
হৃদয় বন্ধ করে বন্ধু এ তোমার কেমন হৃদয় বন্দি?
তোমার কফি মগের ধোয়া উঠে গেলে দেখ, উল্টে রাখা আরেক টা কফিমগে আমার ঠোঁট।
চাবির রিং এ ঝুলতে থাকা , বাড়তি চাবিটায় আমার স্পর্শ।
আমি চেয়েও হারিয়ে যেতে পারিনি,
মুঠফোনের বাইরে মনে রাখা তোমার একটি মাত্র দূরালাপনীর ঠিকানা হয়ে।
রয়ে গ্যছি তোমার টাকার ঝোলায় ঝুলে থাকা ছবি হয়ে,
ভুল করে না ভোলা তোমার অপেক্ষার অভ্যাসে ।
ফেবরুয়ারি ২০/১৭
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



