খুব সম্ভবত আপনারা অনেকে মাইক্রসফটের এই সফটওয়্যারটির নাম শোনেননি।আমি গত কয়েকমাস যাবত সফটওয়্যারটির সাথে জড়িত।ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কম্পিউটারের ভাষায় না বলে সহজ ভাষায় বলার চেষ্টা করছি।
মাইক্রসফট ডায়নামিক্স এএক্স প্রধানত বড় বড় বিজনেস প্রসেস গুলো কম্পিউটারের মাধ্যমে সম্পাদন করে। যেমন ধরুন টাকার ছাপাখানাতে ব্যবহার হয়। এতে Project Management, Account Receievable, Account Payable, Inventory Maganment, Production Management, সম্ভাব্য সকল মডিউল রয়েছে।
যারা প্রোগ্রামার তারা জানতে চাইতে পারেন, এতে কোন ল্যাংগুয়েজ ব্যবহার হয়। ল্যাংগুয়েজ হচ্ছে x++. Seriously! অপরিচিত? স্বাভাবিক।
পৃথিবীর উন্নত বিশ্বের অকল্পনীয় বড় বড় কোম্পানীতে এটি ব্যবহৃত হয়।
মাইক্রসফট ডায়নামিক্স এএক্স এর সার্টিফিকেশন করা যায়।
বাংলাদেশে এর প্রসার কবে হবে জানিনা। তবুও যারা নিত্য নূতন প্রোগ্রাম নিয়ে খেলতে ভালোবাসেন। তাদের জন্য এ লেখা।
বিস্তারিত জানতে চাইলে Click This Link জান অথবা আমাকে জিগ্গেস করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




