পল্লী চিকিতছক আল বদর আল ছামছু কম্পু কম জানা কম্পাউন্ডার কে হাক দিয়া কয় !
ঃ হালার পুত , লৌড় পাইড়া যা । পাশের গেরামের মামুর ভাই পিস্তল লইয়া বিপ্লব করতে গেছিলো । লুকজুন পিডান দিয়া ইন্নালিল্লাহ কইরা দিসে ! মামুর দিলমে চুট । এই শিয়ালের বামডি লইয়া যা। উরুর এট্টু উপরে পিছনে ঘইষা দিবি ।
হুইনা গুলাম আজিব সেন্টু খাইলো । উরুর উপরে পিছনে ঘষাঘষি করতে গিয়া এর আগে ইজ্জত লুট হইবার লাগছিলো । হের পর থেইকা গুলাম বরই হিসাব মানিয়া চলে । ছান্তি তার পেয়ারের বিবি । হ্যায় এই ছব পছন করে না ।
রউনা দিয়া গুলাম ফিরত আহে ।
ঃ ডাগদর ছাব । চুট না কইলেন দিলে পাইছে !
ঃ তো ?
ঃ শিয়ালের বাম তাইলে ঐহানে দিবাম কিল্লাই ?
ঃ হালার তেকুনা তেলাচুরা , তোরে তো লাত্থি মাইরা ফরাসী দ্যাশে পাঠান দর্কার ! মাইনষের এনাটমি দিয়া তুই জামাতের চিকিতছা করবি ?
গুলাম ঐ রাতে বাড়ি ফেরে নাই । ক্যান কইবার পারুম না ।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




