জনাব স্বামী প্রবর,
আপনি যে সমস্যার কথা বলছেন তা 'ওয়াইফ ১.০' এর একটি সাধারণ সমস্যা। অনেক পুরুষই 'গার্লফ্রেন্ড ৭.০' থেকে 'ওয়াইফ ১.০'তে আপগ্রেড করেন ও ভাবেন ইহা একটি ইউটিলিটি ও এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম। কিন্তু 'ওয়াইফ ১.০' একটি অপরেটিং সিস্টেম। আপনি চাইলেই 'ওয়াইফ ১.০' একটি অপরেটিং সিস্টেম। আপনি চাইলেই 'ওয়াইফ ১.০' বাদ দিয়ে নতুন কোন প্রোগ্রাম বা 'গার্লফ্রেন্ড ৭.০' ইনস্টল করতে পারবেন না। 'ওয়াইফ ১.০ বাদ দিয়ে অন্য অপরেটিং সিস্টেমও গার্লফ্রেন্ড ৭.০ এ চালাতে পারবেন না। এ ছাড়াও একবারে ওয়াইফ ১.০ ইনস্টল করলে তা সম্পুর্নভাবে আনইনস্টল বা ডিলিট করা যায় না।
দুর্ভাগা কিছু পুরুষ চেষ্টা করেছিলেন ওয়াইফ ১.০'কে ওভার রাইট করতে ও গার্লফ্রেন্ড ৮.০ বা ওয়াইফ ২.০ ইনস্টল করতে। কন্তু তারা সিস্টেমে আরো সমস্যার সৃষ্ঠি করছেন মাত্র।
আমি নিজেও ওয়াইফ ১.০ প্রোগ্রামটি চালাই। আমার পরামর্শ হল, আপনি এ প্রোগ্রামটি চালান। যখনই কোন ভুল বা সমস্যা দেখা দেবে তখনই কিছু কমান্ড যেমন ' সি প্রম্টে আমি ক্ষমা চাচ্ছি' প্রোগ্রামটি রান করবেন। এই প্রোগ্রামটি হয়ত বেশ কিছুবার রান করতে হতে পারে। এতে হতাশ হবেন না।
'বউ ১.০' প্রগ্রামটির মেইনটেন্যান্সও খুব ব্যয়বহুল। ভাল পারফরম্যান্স পেতে হলে আপনি কিছু বাড়তি সফ্টওয়ার কেনার চিন্তা করতে পারেন। যেমন, 'ফুল ২.০, চকলেট ৫.০, গয়না ১১.০৫। আশা করি আমার এ পরামর্শগুলো কাজে লাগবে।
ইতি
টেকনিক্যাল সাপোর্ট টিম
বিবাহ ও পরিবার অধিদপ্তর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




