যদিও আমি 3D তে দেখিনি তবুও এর চমৎকার গ্রাফিক্স আর ভিক্টেরিয়া যুগের দান্দনিক উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে। তবে শেষ হওয়ার পরে প্রথম যে কথাটি আমার মনে হয়েছে তা হল ‘বাংলা সিনেমা’। সমাজের বঞ্চিত অংশের যস্ত্রণা তুলে ধরা আর সিনেমার শেষে সত্যের জয় অথবা ভিলেনের বোধ ফিরে পাওয়া, ‘বাংলা সিনেমা’র সাথে সম্পর্ক মিল মনে হল।
কাহিনী সোজা । কিপটে এবনেজার স্ক্রন্জ, যে কিনা আপন ভাগনেকে পর্যন্ত একটা পয়সা দিতে চায়না এমনকি ক্রিসমাস পর্যন্ত উদযাপন করতে চায়না। কাউকে সাহায্য করাতো দুরের কথা, লাশের চোখের উপর থেকে পর্যন্ত আধুলি (লাশের চোখেল উপর আধুলি দেয়ার রেওয়াজ ছিল)নিয়ে নিতে বাধে না। শেয়ে এক রাতে তিন ভুতের তার অতিত ও ভবিষ্যত দেখানোর পর বদলে যায় সে।
ওয়াল্ট ডিজনির সিনেমা সবসময় সব বয়সিদের জন্য উপভোগ্য হয়। যে কেই সপরিবারে উপভোগ করতে সিনেমা ‘এ ক্রিসমান ক্যারোল’।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






