যদিও মুক্তিযুদ্ধ আমি দেখিনি,মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, কিন্তু সে গল্পই
ছিল চিরন্তর সত্য।শোনে গা শিউরে উঠত,বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধাদের মরনপন
রক্তক্ষয়ি যুদ্বের বিনিময়ে অর্জিত বাংলার এই স্বাধীনতা।
গভীর শ্রদ্বার সাথে স্বরন করছি যাদের আত্বত্যাগে আমি আজ বাংলা লিখতে পারছি,
কিন্তু এতবছর পরে বার বার মনে প্রশ্ন জাগে আমাদের সেই মহান
বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধাদের আত্বত্যাগের সার্থকতা কতটুকু??
আদৌ কি আমরা স্বাধীন....?
যেখানে এখনো বাংলার মাটিতে রক্ত ঝরছে, স্বাধীনতা রক্ষাকারী বাহিনীই
যেখানে ভীন দেশী হানাদার বাহিনীর মত নৃসংশ রক্তক্ষয়ি যুদ্বে স্বদেশের
মাটিতেই ঝড়িয়েছে রক্তের বন্যা।
তাই সংগত কারনেই মনে প্রশ্ন জাগে জাতি কি শুধু মানচিত্রই পেয়েছে,,
নাকি পেয়েছে সত্যিকারের স্বাধীনতা.......??
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




