গনতন্ত্রের জন্য উনাদের জীবন দিতে প্রস্তত....এবং অনেকে জীবনও দিয়েছেন,যদিও তাদের মধ্যে বেশীর ভাগই ছিলেন সাধারণ মানুষ
অথবা কোনা কোন রাজনৈতিক দলের সাধারণ কর্মী।
আমরা সবাই জানি আমাদের দেশে গনতন্ত্র আছে,গনতন্ত্রের কথা বলার জন্য সংসদ আছে,
কিন্ত আমরা এটা কি জানি?
আমাদের দেশের যে সব রাজনৈতিক দল জনগনের ভোটে নিবার্চত হয়ে সরকার গঠন করেন,
সে সব রাজনৈতিক দলের মধ্যে গনতন্ত্র আছে কি....?
রাজতন্ত্রে রাজার অনুউপস্হিতিতে রাজার উত্তরসূরী রাজা/রানী হয়।
রাজনৈতিক দলের চেয়ারম্যান ও কি উত্তরাঅধিকার সূ্এে দলের চেয়ারম্যান হন.....?
যতদূর দেখা যায় এখন পযন্ত তিনটি বৃহৎ রাজনৈতিক দল আমাদের দেশের সরকার গঠন করেছিলেন।
এটা কি আমরা বলতে পারি ঐ তিনটি দলের মধ্যে গনতন্ত্র আছে
কিনা.....?
আমাদের দেশে কি পরক্ষভাবে পরিবারতন্ত্র চলছে.....?
আমরা কি সত্যিকারের গনতন্ত্র পেয়েছি...?
আর কত দিন আমরা মিথ্যার আশ্রয় নিয়ে গনতন্ত্রের কথা বলব,আমরা কি জানি?হয়ত এই পরক্ষভাবে পরিবারতন্ত্র ভবিসৎতে ও চলতে থাকবে ।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




