এশিয়া কাপ হকি-৯ই মে থেকে মালয়েশিয়াতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ হকি।আর এই এশিয়া কাপে অংশ নিতে জার্মান কোচ জেরহার্ড পিটার জাতীয় দলের অনুশীলন করাছেন।ফেডারেশনও প্রায় সকল প্রকার প্রস্তুতি
সম্পুর্ন করেছেন জাতীয় দলের এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য কিন্ত
সমস্যা দেখা দিল অন্য জায়গায়।বরাবরের মতো এবারও আর্থিক সমস্যায় পড়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।তাই প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ জাতীয় হকি দলের মালয়েশিয়া সফর।
হকি দলের আর্থিক সমস্যা চির কালের।সিঙ্গাপুরে গত এশিয়া কাপের বাছাই এ এইচ কাপে অংশ নেওয়ার আগেও একে সমস্যায় পড়েছিল ফেডারেশন।শেষ মুহুর্তে ঢাকা ব্যাংক সহযোগিতার হাত বাড়ালে ঐ যাত্রায় ইজ্জত রক্ষা হয় হকি ফেডারেশনের।
আর এ সফর থেকে প্রায় ৩৫ বছর পর সর্বোচ্চ প্রাপ্তি আসে বাংলাদেশের।বিদেশের মাটিতে প্রথমবারের মতো শিরোফা জেতার স্বাদ নেয় জাতীয় দল।
কিন্ত এখন সেই বরাবরের মতো একেই রুপ দেখা দিয়েছে আবার,অর্থের কারনে আবারও দেখা দেয় অনিশ্চিতা।
এশিয়া কাপে জাতীয় দলের খরচা মেটাতে জাতীয় ক্রীয়া পরিষদে ২৬ লাখ টাকার আবেদন করেছেন ফেডারেশন।এ আবেদনে এখনো পর্যন্ত কোন সাড়া পাওয়া যায়নি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামালউদ্দিন বলেন- হকি উন্নয়নে সরকারের সহযোগিতা ছাড়া কোন বিকল্প কিছু নেই।এশিয়া কাপ বাংলাদেশ হকি দলের জন্য একটি বড় বিষয়।এখানে সরকারের সুদৃষ্টির প্রয়োজন রয়েছে।সিঙ্গাপুরের বাছাই পর্বে দল ভাল ফল করতে পেরেছিল।
তাই এশিয়া কাপটি সরকারের বিবেচনায় আনা দরকার।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




