ঢাকা: শাহবাগের আন্দোলনে টানা অংশগ্রহণ করে অসুস্থ হয়ে পড়ার পর ব্লগার, কার্টুনিস্ট ও ছড়াকার তরিকুল ইসলাম শান্তর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ব্লগার ডা. ইমরান এইচ সরকার বলেন, “আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত আমরা তিনজন সহকর্মীকে হারিয়েছি। আমরা তাদের ত্যাগ কখনো ভুলব না। এই শোককে শক্তিতে রূপান্তর করে আমরা তা আন্দোলনের কাজে লাগাবো।”
শান্তর মৃত্যুর ঘটনায় ৫টা ৫৯ মিনিট থেকে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জানা গেছে, ব্লগার শান্ত বিকেলে সংস্কৃতি কর্মীদের সঙ্গে মিছিল নিয়ে শাহবাগে যান। এরপর এখানেই শাহবাগে সংহতি জানাতে এসে অসুস্থ হয়ে পড়েন। তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
টানা ১৪ দিন ধরে শাহবাগের গণজাগরণ চত্বরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করছে তরুণরা।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




