বাংলাদেশ তুমি জেগেছো বলে,
“জয় বাংলা” স্লোগানে উদ্দীপ্ত জনতা,
হাতে হাত রেখে মানবপ্রাচীর গড়ে।
“তুই রাজাকার” বলে হুংকার জানায়,
রাষ্ট্রদ্রোহী নরপিশাচদের।
বাংলাদেশ তুমি জেগেছো বলে,
ধর্ম-বর্ণের শ্রেণীবিভেদ ভুলে,
এক হয় সকলে, বাঙ্গালী জাতীয়তাবাদের পতাকাতলে।
একাত্তরে মত খুঁজে ফিরে,
হারানো গৌরবের ঠিকানা,
পদ্মা-মেঘনা আর যমুনা।
লক্ষ লক্ষ প্রদীপের আলোতে
অসত্যকে জ্বালিয়ে সত্য আসে।
দেশে গণজোয়ার আসে,
পতাকা হস্তান্তর করে যায় মুক্তিযুদ্ধের এক বীর যোদ্ধা,
নবপ্রজন্মের যোদ্ধাদের কাছে।
ক্ষুধিরাম আর মুজিবের সাথে যোগ হয়,
আরো শহীদ ,আরো অনেক যোদ্ধা।
একাত্তরের সত্যকে বুকে ধারণ করে স্লোগানে নেতৃত্ব দেয়,
সদ্য যৌবনা এক তেজদ্দীপ্ত তরুণী।
সর্বউত্তর থেকে সর্ব দক্ষিণে,
একযোগে জাতীয় পতাকা উত্তোলিত হয়,
আর শ্রদ্ধায় বিনীত শিরগুলো গেয়ে উঠে,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




