তোমার পায়ের চিহ্ন খুঁজে খুঁজে কতদূর যাওয়া যাবে?
কতদূর?
সামনে দাঁড়িয়ে অনতিক্রম্য সমুদ্দুর !
আকাশ সমান উন্মত্ত ঢেউ ছুটে ছুটে আসে পায়ের দিকে;
শক্ত থাবা মারে ।
যেন আমার মৃতু্য হবে এক নিমিষেই ।
কীভাবে তবে এত দূরত্ব ভেঙে ভেঙে তোমার কাছে যাব আমি?
তাই যাওয়া যাবে?
আমি কি যাদু জানি নাকি কোনো অমোঘ মন্তর?
আমার কথায় সাগরের পানি সরে গিয়ে
জেগে উঠবে একটা পথ?
সেই পথ ধরে আগালে পরে পূবের তীরে ঝলমলে একটা শহর-
কয়দিন পর সেইখানে থাকতে যাবে তুমি ।
এই বিশাল সাগর ভেঙে আগাতে আগাতে কী করে
তোমার দেখা পাওয়া যাবে?
তোমার পায়ের চিহ্ন তুমি মুছেই দিয়ে যাবে-
চলে যেতে যেতে,
ভুলে যেতে যেতে-
সব মুছে দিয়ে যাবে অনেকদূর!
এমনি হয় দেখঃ ভালবাসায় দূরহ অভিমান থাকে,ঘৃণা থাকে,
থাকে ব্যথার অনিমেষ সুর-
এই ভেবে তুমি সব মুছে দিয়ে চলেই যাবে
হাজার মাইল দূরে কোথাও ।
তোমার পায়ের চিহ্ন খুঁজে খুঁজে কতদূর যাওয়া যাবে?
কতদূর?
সামনে দাঁড়িয়ে অনতিক্রম্য সমুদ্দুর !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




