জাগ-ঘুম থেকে জাগ স্বপ্নহীন !
এ শয্যা তোমার নয়।
ভাগ-আজ রাতে ঘর থেকে ভাগ প্রতীাহীন !
এ ঘর তোমার নয়।
তার চোখে তাকাও, সেখানে অনড় বসে আছে এখন
তোমাকে নিয়ে শত শত ভয়!
তার হাত ধর,সেখানে উষ্ণতার বদলে আজ
অনাস্থা জেগে রয়।
জাগ-আজ রাতে ঘুম থেকে জাগ স্বপ্নহীন!
তার চোখে কেন আর ভালবাসা খোঁজ তুমি অবেলায়?
হা ঈশ্বর ! এ কী দুঃখময়!
পথ চল, থাম , ভেঙে পড়,নুইয়ে যাও-
যুদ্ধ কর,মেনে নাও নিজের ভেতরে তুমি।
হা ঈশ্বর ! এ কী প্রত্যাখান! এ কী ব্যর্থময়!
ভাগ-আজ রাতে ঘর থেকে ভাগ প্রতীাহীন !
তার হাত ধরোনা কখনো এই ভীষন অবেলায়-
কষ্ট পাবে আরো।
কোন্ ভাগার থেকে উড়ে এসে নাগর তুমি
ভালবাসা দাবি কর!
এ কী লজ্জাময়! এ কী অর্থহীন!
ফের যে পথে এসেছিলে তুমি কোন একদিন-
সে পথ ভেঙে ফেলে,নিশানা তুলে একেবারে
আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলেছে সময়।
তবু ফের অন্ধকারে পথহীন অবহেলায়।
ছাড়-যে চোখ তোমাকে না বলে লোকভয়ে,আস্থাহীন,
যে ঠোঁট তোমাকে ফেরায় দুঃখ দিয়ে আজ রাতে-
ছেড়ে চলে যাও দিগ্বিদিক যতদূর পার ব্যর্থময়।
জাগ-ঘুম থেকে জাগ স্বপ্নহীন !
এ শয্যা তোমার নয়।
ভাগ-আজ রাতে ঘর থেকে ভাগ প্রতীাহীন !
এ ঘর তোমার নয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




