আমি নতুন ব্লগার।তাই কমেন্ট মারতে পারতাছিনা
বি.ডি.আর এর দাবিগুলো হয়ত অনেকাংশে যৌক্তিক, কিন্তু তা আদায়ের জন্য যে পথ তারা বেছে নিল তা কিছুতেই মানতে পারছিনা।কয়েকটি বিষয়ে তাই না লিখে পারছিনাঃ
প্রথমত,আমরা একটা জায়গায় বারবার ভুল করছি।সমগ্র সেনাবাহিনীর উপর পুরো ঘটনার দায়ভার চাপিয়ে দিচ্ছি, যা মোটেও যুক্তিযুক্ত নয়। এর জন্য দায়ী সেনাবাহিনীর দুর্নীতিবাজ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা।এদিকে খেয়াল রেখে আমাদের মন্তব্য করা উচিত।
দ্বিতীয়ত,সেনা কর্মকর্তাদের পরিবার তো নির্দোষ।তাদের জিম্মি করা হল কেন?
click
উপরের লিঙ্ক এ যদি না গিয়ে থাকেন তবে খবরটির একটি আশঙ্কাজনক
অংশ তুলে ধরছিঃ
"বিডিআরের এক বিদ্রোহী জোয়ান বাংলাদেশের বেসরকারী টেলিভিশন এটিএন বাংলাকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, তারা জিম্মি হিসাবে সকল অফিসারকে আটকে রেখেছেন৷ যদি সেনাবাহিনী তাদের উপর হামলা করে তাহলে তারা সব কিছু ধ্বংস করে দেবেন৷ এর মধ্যে জাতীয় সংসদ ভবন এবং বাংলাদেশ সচিবালয়ের নামও উল্লেখ করা হয়েছে।"
বি.ডি.আর. এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সমস্যা আরো বাড়াবে বই কমাবে না।
বি.ডি.আর. এখনো অস্ত্র সমর্পন করে নি,কারণ আজকে রাতের জন্য তারা সত্যিই অনিরাপদ।দেখা যাক কালকে কী হয়?
রাতটা মনে হয় নির্ঘুমই কাটবে।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




