এত কিছু লেখার আছে যে কি লিখব তাই বুঝতে পারছিনা।
এন টিভির বিশেষ বুলেটিন এ দেখলাম,একটা ছোট ছেলে আব্বু আব্বু বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে।এরকম কতজন না জানি এতিম হয়েছে।
ব্লগে ১টি লেখা বেশ দেখতে পাচ্ছি- সিএনএন এ জামায়াত কে দায়ী করা হচ্ছে,এসেছে সাকাচৌ এর নামও।বুঝতে পারছিনা ওইখানে বসে তারা এই তথ্য আবিষ্কার করলেন কিভাবে??? নাকি তাদেরও ইন্ধন আছে এতে!!!
একটি বেশ দুঃখজনক (অসমর্থিত) খবর দেখতে পাচ্ছি -"উর্দ্ধতন সেসব অফিসারদের(যারা সাধারণত আর্মি থেকেই নিয়োগ পান) স্ত্রী-কন্যাদের অনেকেই রেইপ্ড হয়েছেন।" ৭১ এর কথাই মনে পরছে।কেন জানি সব TURBULENT সিচুএসান এই মেয়েরাই যেন ভুক্তভোগী হয় একটু বেশী। ভাবছি জাফর ইকবাল এর "ওয়াই ক্রোমজোম" গল্পটি সত্য হলেই ভাল হয়। পুরুষ হয়ে যেন আমি লজ্জিত বোধ করছি
মাত্র চানেল ১ এর খবর এ দেখলাম- জাতীয় পার্টির গোলাম রেজা বিডিআর সদর দফতর ঘুরে এসেছেন।তার উপস্থিতিতেই ৯টি লাশ ম্যানহোলের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে।মেজর শাকিল এর বাড়ী ধবংসস্তুপে পরিনত।তার পরিবারের কী হল?তারা তো নির্দোষ।
পিলখানাতে নাকি মাত্র ১০০ জওয়ান অবস্থান করছে
খুব দুঃখ পেলাম এই পোষ্টটি পড়ে- লেঃ কর্ণেল গুলজার কি বেঁচে আছেন?
লেঃ কর্ণেল গুলজার র্যাব এ থাকাকালীন যে অসীম সাহসিকতা দেখিয়েছেন তাকে তো জাতীয় বীর এর মর্যাদা দেয়ার কথা?তারই
এই পরিনতি! ধিক শত ধিক।কী অপরাধ করেছিলেন তিনি?মাত্র এই মাসের প্রথম সপ্তাহে সিলেট জেলার সেক্টর কমান্ডার হয়ে গিয়েছিলেন।
এক মাসের এই সংশ্লিষ্টতাই তার হত্যার জন্য যথেস্ট?
দূর্নীতির শাস্তি যদি মৃত্যু দন্ড হয় তাহলে তো দেশের ৯০% রাজনীতিবিদকেই মেরে ফেলতে হয়!
থাক,অনেক রাগ ঝেরেছি,আর লিখব না।শান্তি চাই শান্তি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




