শিরোনামটাই মনে হয় ভুল হইয়া গেছে
পদ্ধতি-১:এই সিস্টেমটা সবচাইতে প্রাচীন,তবে গাধা টাইপ পোলাপাইনের উপর খুবই কার্যকরী
এই পদ্ধতিতে ছিনতাইকারী আপানাকে পিছন থেকে ডাক দেয় এবং রাস্তার মাঝখানে আপনার সাথে এমনভাবে আলাপ জুড়ায় দেয় যে আশেপাশের মানুষ বুঝতেও পারে না যে কি কাহিনী চলতাছে।অতঃপর তার কোমরে আপনার হাত নিয়ে শক্ত কিছুতে ধরাবে এবং তৎক্ষনাৎ আপনার দিলটা নরম হয়ে যান।ফলে আপনি আপনার সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হন।
সংঘটনকাল:সন্ধ্যার পর।
আমার সাফল্য/ব্যর্থতা:এই কেসে আমি পুরাই ফেল
টিপস:রাস্তায় কেউ ডাকাডাকি করলেও এক কান দিয়া ঢুকায় আরেক কান দিয়া বাইর কইরা দিবেন
পদ্ধতি-২:এই পদ্ধতিটা এখন সবচেয়ে বেশি দেখা যায়।রিকশা পিছন থেকে এসে হঠাৎ চাপায় দেয় রাস্তার একপাশে। অতঃপর ......... এক্ষেত্রে সাধারণত ২ জন একসাথে থাকে।
সংঘটনকাল:দিনের যে কোন সময়।
আমার সাফল্য/ব্যর্থতা:সম্পূর্ণ সফল
টিপস:মাল-সামাল নিয়া দৌড় দেয়ার জন্য রেডি থাকবেন
পদ্ধতি-৩:এই পদ্ধতিটা ঈদের সময় বেশি দেখা যায়।একটু আক্রমনাত্নকও বটে।সাধারণত সিজনাল ছিনতাইকারীরা এই পদ্ধতি ইউজ করে।ছুরি,চাপাতি নিয়া ঝাপায় পড়ে।
সংঘটনকাল:বিভিন্ন উৎসবের আগে দিয়া।
আমার সাফল্য/ব্যর্থতা:আমি এর প্রত্যক্ষ শিকার না।আমার ঠিক সামনেই ঘটনা ঘটসে।গত রোজায় খিল্গাওন বিশ্বরোডে আমার সামনের রিকশা যাত্রী বেচারা পেনশনের টাকা নিয়া ফিরতেছিল
টিপস:কিছু করার নাই
পদ্ধতি-৪(মেয়েদের জন্য প্রযোজ্য):সাধারণত চলন্ত সি.এন.জি বা মোটরসাইকেল থেকে মেয়েদের ভ্যানিটি ব্যাগ টান দিয়া নিয়া যায়।
সংঘটনকাল:দিনের যে কোন সময়।
আমার সাফল্য/ব্যর্থতা:এই ক্ষেত্রেও আমি প্রত্যক্ষদর্শী।আমার আম্মু বইসা ছিল আমার পাশে এবং যা হবার তাই হইল...একটা চিৎকার মারার আগেই মোটরসাইকেল উধাও।
টিপস:ভ্যানিটি ব্যাগ শক্ত করে ধইরা রাখবেন এবং রিকশার ভিতরের দিকে রাখবেন
আমার পুষ্টের এখানেই সমাপ্তি
বিঃদ্রঃ কেউ নতুন কোন পদ্ধতি জানলে সমাধান সহ কমেন্ট কইরেন
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




