ঢাকা শহরে যারা লেখাপড়া করেছেন তাদের মাঝে স্কুলে ভর্তি পরীক্ষা দিতে হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।আর এখনকার যুগে তো মনে হয় কোচিং সেন্টারেও ভর্তি হতে পরীক্ষা দেয়া লাগে।এই দুর্বিষহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল আমাকেও
ক্লাস ওয়ান পর্যন্ত পড়েছি কিন্ডারগার্টেন স্কুলে।এরপর আব্বু-আম্মুর মনে হল-নাহ,ছেলেকে এবার অথৈ জলে ফেলা উচিত।তারা আমাকে ঢাকার তথাকথিত নামকরা আইডিয়াল স্কুল এ ভর্তি করানোর সিদ্ধান্ত নিলেন । আর আমিও বাধ্য সন্তানের মত প্রস্তুতি নিতে লাগলাম।যদিও আমি কোন কোচিং সেন্টারে পড়িনি,তবে বাবা-মার তত্ত্বাবধানে প্রস্তুতি খারাপ হয়নি
অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ।আমার চেয়ে মনে হল আমার অভিভাবকের টেনশনই বেশি
উপস্থিত হলাম পরীক্ষার হলে।মাথা ঠান্ডাই ছিল।কিন্তু মনে হয় একটু বেশিই ঠান্ডা ছিল।
একটি ট্রান্সলেশন ছিল এরকম-
Find a cow
Find শব্দটির অর্থ আমি জানতাম না।তাই বাবার বাধ্য সন্তানের মত আমি লিখে দিলামঃ ফিন্ড একটি গরু - আমি ভেবেছিলাম Find কোন গরুর নাম
আমার তো মনে হয় আমার খাতা দেখে পরীক্ষকই হাসতে হাসতে পরে গেছিলেন।
ওই পরীক্ষায় আমি আরেকটি গাধামি করেছিলাম মনে আছে। জাহাজ শব্দটি নিয়ে বাক্য রচনা করেছিলাম জাহাজ সাগরে চলে। আমার পাশের জন বলল-" জাহাজ তো নদীতে চলে।তুমি নদী লিখ, আর আমি তোমারটা দেখতেছি -তাই আমি সাগর লিখলাম,কারণ এটা ভুল"।আমিও তাই করলাম।
পরীক্ষা শেষে আমি বের হয়ে আব্বুকে আমার বীরত্বগাঁথা তুলে ধরলাম
তবে আশ্চর্যজনক কথা হল আমি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




