আমি স্বপ্ন দেখি না, দেখবো না
বলবো না কথা আর
রাগ ভীষণ।
আমি কার কথা বলি
কে শোনে আমায়
কে খোঁজে কারে বলো
কোন রূপ দেখায়।
চোখে জল, টলমল
কন্ঠ অবরোধ,
কলমের নিবটাও বোবা নির্বোধ।
আমি কার কথা বলি
কে শোনে আমায়
কে খোঁজে কারে বলো
কোন রূপ দেখায়।
আমার বক্ষ সরব, চোখ স্থির
ধারালো, চিকন, সরু ছুটে আসা তীর।
অসহায়, ভীরু পা'য়
মনে ক্ষোভ, নিরুপায়
কাগজের বুক ভেজে বোবা কান্নায়।
আমি কার কথা বলি
কে শোনে আমায়
কে খোঁজে কারে বলো
কোন রূপ দেখায়।
..................................
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




