মিনা , রাজু ! কম্পিউটার সাইন্স ভার্সন ! (ফান পোষ্ট )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আগে আগে এই লেখাটি পড়েন যেটা আমাকে এই লিখাটি লিখতে অনুপ্রাণিত করেছে , যেখানে রাজু মেডিকেল কলেজে গিয়া হেব্বি পেইন পাইছে !
মিনা আর রাজু !
রাজু কম্পিউটার সাইন্স এর আর মিনা মেডিকেলের ! আগের পোষ্ট এ রাজু মেডিকেল এ গিয়া কি প্যাড়া খাইছিল সেটা দেখছেন ! কিন্তু মিনা কি করসে তা কিন্তু লেখক বলেন নাই !
এখন মিনার সময় ! রাত ১২ টা বাজতেই মিনাকে রাজু মনে করিয়ে দিলো সময় শুরু ! মিনাকে একটা লিঙ্ক দিয়ে দিলো , একটা প্রোগ্রামিং সমস্যা ! যেটা রাজুকে সমাধান করতে হবে ! যেহেতু মিনা প্রোগ্রামিং এর ভাষা জানেনা মিনাকে কোড করতে হবেনা , শুধু কি করা যায় এটা ভেবে বাংলায় বলে দেয়া কি করতে হবে রাজুকে ! সমস্যা টা এরকম … তিন জন বন্ধু গেছে বেড়াতে , m সংখ্যক ডিম আছে , একটা বাটি আছে যেটা সর্বোচ্চ ২০ গ্রাম ওজন একসাথে নিতে পারে , m সংখ্যক ডিমের আলাদা আলাদা ওজন দেয়া আছে ! (সংখ্যা গুলো একেক বার একেক রকম হতে পারে !) ওদের হাতে সময় আছে মাত্র ১৮ মিনিট ! ১৮ মিনিটে সর্বোচচ কয়টা ডিম তারা সেদ্ধ করতে পারবে !
উদাহরণ :
m =5
10, 4 , 2 ,1, 5.
m = 6
20, 8, 1,9 , 2, 3,4.
উত্তর :
4
5
বেশ কয়েকবার পড়ার পর মিনা বুঝতে পারলো তার আসলে কি করতে হবে এমন একটা সুত্র বানাতে হবে যেটাতে সম্ভাব্য সবরকম সংখ্যার জন্য সঠিক ফলাফল দিবে ! ভাবতে বসল মিনা …খাতা কলমে তার স্কুল , কলেজ জীবনের সমস্ত গানিতিক মেধা কাজে লাগিয়ে নতুন একটা ফর্মুলা বানানোর জন্য মাথা খাটাতে লাগলো ! অনেকক্ষন পর পর মিনা একটা করে ফর্মুলা রাজু কে জানায় আর রাজু কয়েক টা সংখ্যাতে ওই ফর্মুলার ভুল ধরিয়ে দেয় ! ও ! তাহলে এতা হবেনা ! আবার ভাবাভাবি শুরু ! ২ টা বাজতেই রাজু মনে করিয়ে দেয় সকাল ৮ টায় ক্লাস ! তাই আজ অফফ ! কিন্তু মিনার মাথায় ততক্ষনে গেথে গেছে তিন বন্ধুর ডিমের সমাধান ! ওয়াশ্ রুমে গিয়েও তাই ভাবতেই লাগলো ! ঘুমাতে গিয়েও মাথা থেকে বের হয় না , কি হতে পারে সমাধান ! সকালে এলার্মের ঝাঝালো শব্ধে কষ্ট করে ঘুম থেকে উঠে ক্লাসে যেতে যেতে রাস্তায় ও ভাবাভাবি ! (সমস্যা টা একটা উদাহরণ মাত্র , এতে অত ভাবাভাবির কিছু নেই ! কিন্তু এমন হয় , আমি নিজে ভুক্তভোগী ! ) !
যাই হোক সকালে ইলেক্ট্রনিক্স ক্লাসে আসলো ! বিশাল বিশাল সার্কিট একে সার্কিটের সারমর্ম বুঝতে গিয়ে মাথায় শট সার্কিট খেলো ! এখন মাথায় সার্কিট , মিনা ভাবলো যাক মাথা থেকে ডিম গেছে !
তারপর আবার মাইক্রোপ্রসেসরের ক্লাস ! এখানেও বিশাল বিশাল ডায়াগ্রাম ! শুরু করে শেষে গেলে মনে থাকেনা শুরু কোথা থেকে !
ততক্ষনে মিনার মাথা ব্যাথা শুরু হয়ে গেছে ! খিদা ও ভালোই লাগছে ! হালকা কিছু খেয়ে মিনা এবার গেল অপারেটিং সিস্টেম ক্লাসে ! সেখানে ওপারেটিং সিস্টেমের একসাথে ইউজার যদি ৫ টা কাজ করে তাহলে কি করলে সিস্টেম ক্র্যাশ করবেনা সেটার সমাধান করতে গিয়ে আবার একি ঝামেলা, এক টা করলে আরেক টা ঝামেলা পাকায় ! আপাতত মিনা এসব চিন্তা বাধ দিয়ে ভাবতে লাগলো যারা উইন্ডোজের মত ওপারেটিং সিস্টেম যারা বানালো , কি কষ্ট টাই না করসে !
সারা দিন মাথায় মিনার এত চাপ গেছে যে মাথার চাপে মিনার শরীর ভেঙ্গে গেছে ! এখন একটু ঘুমানো দরকার ! এমন সময়ে রাজুর ফোন এলো ! ডিমের সমস্যা টার কথা মনে করিয়ে দিলো ! দিনের বাকী সময় টার ভিতর এটার একটা সমাধান করতে হবে !
কিন্তু মিনার ধৈর্য ততক্ষনে শেষ ! লাগবোনা তিন বন্ধুরে ডিম খাওয়ানো আমি আমার কলেজে গিয়ে ওয়ার্ডে খাটি ,মানব সেবা হবে !
দিন শেষে মিনা রাজুরে বললো রাজু তোমার পড়া অনেক কঠিন , মাথার উপর প্রচুর চাপ যায় , একবার মাথায় ঢুকলে শেষ না করা পর্যন্ত শান্তি লাগেনা !
রাজু বললো হুম তোমার কলেজেও আমি হেব্বি কষ্ট পাইছি , তোমার টা ও কঠিন !
আসলে সব পড়াই কঠিন !
প তে পড়াশুনা
তুই ঝামেলা , তুই ঝামেলা !
৩৩টি মন্তব্য ৩৪টি উত্তর

আলোচিত ব্লগ
তামিম ইকবাল - একজন প্রকৃত ক্রিকেটার
তামিম ইকবালকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়া প্রসঙ্গে বিসিবি বলেছে তামিমের ইঞ্জুরির কারনে দলে রাখা হয়নি। । এটাতো খুব স্বাভাবিক যে , ইঞ্জুরি বা ফর্ম না থাকলে যে... ...বাকিটুকু পড়ুন
ব্যবসা সবার আগে!★
ধরুন একটি বাজারে আপনার ইনভেস্ট আছে কিংবা বাজারটি আপনি নিলামে নিয়েছেন। প্রতিদিন ওই বাজার থেকে আপনার ভালো পরিমান রিটার্ন আসতেছে। এছাড়াও ওই বাজার থেকে আপনি স্বল্পমূল্যে একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমেরিকা আসলে কি চাচ্ছে?
অনেকেই বলেন, বাংলাদেশ নিয়ে আমেরিকার মাথা ব্যথা কেন?
আমেরিকা সব সময় চায় বিশ্বের ভালো হোক। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা একটা ভালো কাজ করেছে। এতে... ...বাকিটুকু পড়ুন
আমেরিকার ভিসা স্যাংশন
বাংলাদেশের সদ্য সাবেক প্রধান বিচারপতি আমেরিকার ভিসা সেংশনের জবাবে বললেন, "আমি কখনও আমেরিকায় যাইনি, যাবোওনা। আমি এই ভিসা সেংশন নিয়ে বিচলিত নই।" তার এই কথায় বুঝা যায় আমেরিকার ভিসা... ...বাকিটুকু পড়ুন
প্রিয়তম এবং একটি মৃত্যু
অনেকদিন পোষ্ট না দিয়ে এখন কিভাবে যে লেখা শুরু করবো সেটাই বুঝতে পারছি না। :(
সবকিছুর ভালো মন্দ দুটো দিক থাকে। স্বাধীনতার ক্ষেত্রেও বোধহয় তাই। আর সবার মতো... ...বাকিটুকু পড়ুন