সম্প্রতি আমি microworkers.com এ একটি একাউন্ট খুলি এবং কিছু কাজ ও করি । কিন্তু এখন আমি আমার একাউন্ট এ লগ ইন করতে পারছি না ।
যতবারই লগ ইন করতে যাই নিচের মেসেজ দেখায় ঃ
"your account has been terminated and cannot be reactivated"
আমি এখন কি করতে পারি ?
উল্লেখ্য microworkers.com এটাই আমার প্রথম একাউন্ট।
তাছাড়া আমি অন্য আরেকটি সাইট (microjob.co) এ একাউন্ট খুলতে গেলে ওরা বলে আমার ip address থেকে নাকি এর আগেই একটি
একাউন্ট খোলা হয়েছে,তাই আর কোন একউট খোলা যাবে না যদি ও আমি এর আগে আর কোন একাউন্ট খুলিনি।
তাহলে কি আমার ip address এর জন্য এই সমস্যা ?
আমি gp internet ব্যবহার করি।
আমি কি ip changing software ব্যবহার করব? করলে কাজ হবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




