ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আগামী ১৪ই ফেব্রুয়ারী প্রকাশ হবে - ভালবাসার গল্প সঙ্কলন ২০১০। বরাবরের মত পুর্বে প্রকাশিত লেখাগুলোর সঙ্কলন করার চাইতে এবার আমরা একটু ভিন্য আঙ্গিকে এই সঙ্কলনটি তৈরী করতে চাইছি। আনকোরা নতুন কিছু লেখা নিয়ে পিডিএফ আকারে প্রকাশীত হবে এই সঙ্কলন। যেহেতু পিডিএফএ মন্তব্য করার সুযোগ নেই, কাজেই সঙ্কলন প্রকাশের পর ব্লগার তার ব্লগে লেখাটি প্রকাশ করতে পারবেন।
সঙ্কলনে স্থান পাবে গল্প, কবিতা, স্মৃতিচারন এবং তথ্যমূলক লেখা।
আপনার লেখা এমএস ওয়ার্ড ডকুমেন্ট আকারে পাঠাবেন [email protected] এই ঠিকানায়।
লেখা আমাদের হাতে পৌছাতে হবে ৩১শে জানুয়ারী ২০১০ এর মধ্যে।
লেখার সাথে উল্লেখ করবেনঃ
১) আপনার ব্লগ নিক
২) আপনার সম্পর্কে কিছু কথা (ব্যক্তিগত অথবা ব্লগীয় তথ্য)
৩) মুল লেখাটি
৪) লেখাটির পেছনের কিছু কথা (অপশনাল)
মনে রাখবেনঃ
দয়া করে পূর্বে প্রকাশিত কোন লেখা (সামহয়ার ইন বা অন্য কোন ব্লগে প্রকাশিত) দেবেননা।
আপনার লেখার বানানের ব্যাপারে একটু সচেতন থাকবেন কারন সময় স্বল্পতায় হয়তো সব বানান সংশোধন করা আমাদের পক্ষে সম্ভব হবেনা।
যাদের লেখা হাতে পাব, তাদের ইমেইলে কনফার্মেশন জানিয়ে দেয়া হবে। কারো লেখা পিডিএফএ দেবার অনুপযুক্ত হলে তাকেও কারণ সহ ইমেইলে জানিয়ে দেয়া হবে।
ভালবাসার গল্প সঙ্কলন ২০১০ তৈরী করতে আমার সাথে থাকবে ব্লগার বাবুনী সুপ্তি এবং ব্লগার kisuna ।
আপনার হাতে সময় আছে ১৮ দিন। কাজেই আজই শুরু করে দিন ...
সবাইকে শুভেচ্ছা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




