... আজ তোমার মন খারাপ মেয়ে ...
... মন সে আবার কি?
ওম্মা তুই জানিস না???
... না তো , বলনা আমায় মন কি আর মন খারাপই বা কি?
মন ... মন সে হলো একটা সজীব পদার্থ ।
... সেটা আবার কি???
এই জীবন্ত এই মৃত ।
...সহজ করে বলো ...
বুঝলিনা। এই যেমন আমরা সবসময় ছোটাছুটি করি
...হুমম
মানে আমাদের এই দেহটা সবসময় চলন্ত অবস্থায় থাকে ।
... হাঁ, তো?
তেমনি মন ও সর্বদা চলন্ত থাকে যতক্ষন সে জীবিত থাকে ।
... মানে? মন আবার মরে নাকি?
তা তো মরেই । যখন মানুষ মরে যায় তখন তো তার সবকিছুই মরে যায়, কিন্তু বেঁচে থেকেও হঠাৎ কখনো কখনো শুধু মনটাও মরে ওযতে পারে ।
...তাই নাকি???
সেটাও আবার দুরকম হতে পারে ।
...যেমন?
এই ধর একটা আছে যে মনটা পুরোপুরিই মরে গেল । সেটা এক জিনিস । কিন্তু আরেকটা যেটা, সেটা হলো হঠাৎ হঠাৎ কারণে বা অকারণে প্রচন্ড মন খারাপ হয়ে যাওয় া । তখন কোন কিছু ভালো লাগবে না । কারো কারো মরে যেতে ইচ্ছে করবে । কেউ কেউ অঅবার নিজের সাথেই বোঝাপড়ায় লেগে যাবে । আর নয়তো কেদে কেটে সব ভাসিয়ে ফেলবে । এটা একেবারে মৃত মনের চাইতেও বিপদজনক ।
... কেন? কেন??
এই যে সময় নেই, অসময় নেই, কারণ নেই অকারণ নেই মন নিজের ইচ্ছেমত যন্ত্রণা করে । এই হাসায়, এই কাদায় । এই তো দেখা গেলো দিবি্ব হাসতেছে, অমনি দেখা যাবে মন খারাপ করে মেজাজ দেখানো শুরু করেছে । মানে একেবারে জ্বালিয়ে মারবে । মনের উপর কোন নিয়ন্ত্রণ রাখতে দেবে না । মনই একতরফা খবরদারি করে যাবে ।
...এ তো মহা মুস্কিল !!!
তবে আর তো কে বলছি কি !
...এ ঝামেলা এড়াবার উপায় টুপায় জানো নাকি কিছু?
সে তো আমি জানি না । তবে আমি মনে করি এরকম যন্ত্রণাদায়ক মন থাকার চেয়ে না থাকা ঢেঁড় ভালো ...
...যা বলেছো ...হা হা হা ...
Your heart pumps blood through your veins
wether it snows or rains.
You can't stop it know matter what you do
it will always be apart of you.
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৬ রাত ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




