শুরুতেই বলে রাখছি, আমার লেখালেখির অভ্যাস শুন্য, তবে পড়ার অভ্যাস ভালই বলতে পারেন। আর ব্লগে যোগ দিলাম ১ সপ্তাহ। তাই ভাবছি দেখি ১ বার চেষ্টা করে কিছু লেখা যাই কি না!
আরেকটা সমস্যা হচ্ছে আমার লেখার গতি খুবই স্লো; মনে আছে ভার্সিটিতে প্রাই সব ফাইনাল পরিক্ষায় উত্তর জানা সত্বেও সবগুলো প্রশ্নের উত্তর লিখতে পারতাম না। এটার উন্নতি এখনও হয়নি। তবে অভ্রের গুনে বাংলায় টাইপ শুরু করেছি এটাই কম কিসের!
যেহেতু হঠাত করে লিখা শুরু করলাম, ডাইরিটাও শুরু হবে আজ থেকে- আমার আবার স্মরণশক্তি অনেক কমে গেছে, যদিও কম ক্লাসগুলোতে ঐ স্মরণক্ষমতা বলে না বুঝেও পার পেয়ে গেছি। আমার কেমন যেনো মনে হয় যে আমাদের দেশে ভাল শিক্ষক বা ভাল শিক্ষা পরিকল্পনার অভাবে আমরা লেখাপড়ার শুরুতেই ভেবে বসে থাকি যে যেভাবেই হোক পাস করতে হবে; পাস করলেই কিসু একটা হবেই। বুঝতেই পারছেন - ধরি মাছ না ছুঁই পানি- অবস্থা। এক্ষেত্রে আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ আমি মুখস্থ ভালই করতে পারতাম। অনেক বন্ধুকে দেখেছি যে শুধু সিস্টেম এর সাথে খাপ না খাওতে পেরে ঝরে পরে গেছে। অথছ অনেকেই আমার চাইতে ভাল চিন্তা করতে পারত। হাইরে শিক্ষা ব্যবস্থা!
তা অনেক প্যাচাল পাড়লাম। এবার শুরু করি। আমি থাকি কানাডার ওন্টেরিও প্রভিঞ্চের চোট্ট শহর ওয়াটারলু তে, পেশাই ছাত্র। বউ আর ৫ সপ্তাহ বয়সের ছেলে অনুভব কে নিয়ে আমার সংসার। বুঝতেই পারছেন এইটুকুন বাচ্ছা থাকলে আর কাউকে নিয়ে কি লেখার সময় থাকে। ১ মাসের বেশি হলো বাসাতেই থাকি। বাচ্ছা বড় করা অনেক সময় ও শ্রমের ব্যাপার। আর এই বিদেশে, যেখানে ১৪ গুষ্ঠির কেউ নেই। তবে বন্ধুবান্ধব ভালই আছে, যাদের বদলেতে জীবনটা খুব খারাপ যাচ্ছে তা বলবনা।
আজকে অনুভবের ডক্টরের সাথে appointment ছিলো। জাকির ভাই ride দিলেন (আমার গাড়ি নাই)। কোনো অসুখ নাই, রুটিন appointment। ওজন নিল, দৈর্ঘ্য নিল, আর কানের যন্ত্র লাগিয়ে একটু pulse দেখলো - সব ঠিক। এক মাস পরে গিয়ে টিকা দিতে হবে। হায় আল্লাহ! এখনি তো যত কাঁদে, টিকা দিলে না জানি আমার ভূমিকম্প না নিয়ে আসে (আছেন কোনো ইরানিয়ান মোল্লা এব্যাপারে তাঁর মুল্যবান বক্তব্য তুলে ধরার জন্য!)। যাক, সেটা এক মাস পরে দেখা যাবে। বাড়ি চলে এলাম। গাড়ি থামলে পিচ্চি কাঁদে, আবার চলতে শুরু করলে কান্না থামায়! এটা নাকি সব বাচ্চায় করে।
আজ এখানেই রাখছি। পরের কথা পরে।
(শেষ করতে দেরি হয়ে গেল বলে দুঃখিত)
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




