কিভাবে এই করুন কাহিনী শুরু করবো বুঝতেছি না।
কাহিনীটা এরকম......
প্রথমে ঘটনার স্থান কাল বর্ননা করা যাক।
আমি আমার রুমে শুয়ে আছি। সতর্কতা হিসাবে দরজা বন্ধ করা। বিকেল বেলা দরজা লক করি নাই এতে সন্দেহের সৃষ্টি হতে পারে।
তো, আমি ঘুমের ভান করে শুয়ে আছি। এখানে আমার সাহায্যকারী হচ্ছে আমার বিখ্যাত টেবিল ফ্যান, যা ঘুমের সময় বিচিত্র শব্দ করে।
এমন সময় গার্লফ্রেন্ডের ফোন।
আমি শয়ন থেকে উঠে জানালাটাও বন্ধ করে দিলাম,এতে পরিবেশটা রোমান্ঠিক হয়ে ঊঠলো।
কথোপকথন হইল মধুর...
এখানে উল্লেখ্য যে, আমি ঈদে বাড়ি আসার ফলে উনার সাথে অনেকদিন দেখা হয় না।(প্রায় ১৫ দিন)
কথোপকথন এর একপর্যায়ে,আমি আবাগের বশে বলে উঠলাম,"জান, তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছে"।
উনি বললেন, "আমি তো সবসময় তোমার কাছেই আছি জান"
আমি- "তাহলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন?"
উনি-"চোখ বন্ধ কর,তাহলেই দেখতে পারবা"।
এরপর,আমি চোখ বন্ধ করলাম(না করে থাকতে পারলাম না আরকি)
উনি বললেন-"এখন দেখতে পাচ্ছো?"
আমি বললাম-"হ্যা জান,এখন তোমাকে দেখতে পাচ্ছি"।
এরপর......
চোখ খুলে দেখি "বাপ+জান=বাপজান"...
বাকিটা ইতিহাস...
বাবা কিভাবে যেন এখন আমার দিকে তাকায়...
বিকালে আমার বাহিরে যাওয়া দেখে উনার মন্তব্য-"কোথায় যাচ্ছ? মোবাইলে টাকা তুলতে নাকি?"
ওরে আমার কি সর্বনাশ হয়ে গেল রে...
এখন আমার কি কর্তব্য...???
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




