গত এক দশক ধরে এনভাইরনমেন্টাল ইস্যু আলোচিত হচ্ছে সারা বিশ্বেই। ৯২ এর রিও ডি জেনেরিও থেকে কোপেনহেগেন- সর্বত্র ধ্বনিত হয়েছে 'পরিবেশ বাচাও আগামীর পৃথিবীকে ঝুঁকিমুক্ত করো।' শীল্পোন্নত দেশগুলো বায়ুমন্ডলে ক্রমাগত কার্বন ডাই অক্সাইডের নিসরণের মাধ্যমে ঝুকিপূর্ণ করে তুলেছে পৃথিবীর পরিবেশ। অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের কারনে বাড়ছে বায়ুমন্ডলীয় তাপমাত্রা- যেটাকে আমরা বৈশ্বিক উষ্ণতা বলি। এর ফলে পর্বত শীর্ষের ও গ্রীনল্যান্ড, এ্যন্টার্কটিকা, সাইবেরিয়ার বরফ গলে যাচ্ছে। ফলে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা।
সমুদ্রের পানি উঠে আসছে নদীতে। জীব বৈচিত্র সংরক্ষন কঠিন হয়ে যাচ্ছে। ক্রমাগত নিমজ্জিত হচ্ছে নিম্নভূমি।
যদিও এই সব কিছুর জন্যে দায়ী যুক্তরাষ্ট্রসহ শীল্পোন্নত দেশগুলো, তবু নিজেদের আসন্ন বিপদ রক্ষায় তাদের দিকে চেয়ে থাকলে চলবে না। কাজ শুরু করতে হবে নিজেদেরকেই।
এবিষয়ে বাংলা ব্লগ, ফেইসবুকসহ সর্বত্র গণসচেতনা গড়ে তুলতে হবে।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১০