কয়েক দিন ধরে একটা ল্যান সেট আপ দেয়ার চেষ্টা করছিলাম; কিন্তু পারছিলাম না। শেষে গতকাল রাতে ব্লগে একটা পোস্ট দিলাম
ল্যান বিষয়ক সহযোগিতা চাই শিরোনামে। ব্লগার বন্ধুদের নির্দেশনা অনুযায়ী কাজ করে আজ ৬টা পিসিতে ল্যান সেট আপ করতে পেরেছি। ওই পোস্টে যারা কমেন্ট করে সদয় পরামর্শ দিয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
কিন্তু এই বিষয়ে আমার কাজ শেষ হয়নি। ফলে, আবার আপনাদের দারস্থ হলাম, পরামর্শের আশায়।
◘ আজ ল্যান সেট আপের পরে দেখলাম মাঝে মাঝেই কোন কোন পিসি গায়েব হয়ে যাচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছি না। আবার কোন কোন মাই নেটওয়ার্ক প্লেস ক্রিক করার পর যখন কানেক্টড কোন শেয়ারড ডকুমেন্টস/কম্পিউটারে ক্লিক করি, তখন বলছে পারমিশন নাই। এই পারমিশন কিভাবে তুলে দেয়া যায়?
◘ বিডিকম-এর কাছ থেকে নেয়া একটা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন এতদিন একটা পিসিতে ব্যবহৃত হতো। এখন একই সুইচের অধীন দুটো পিসিতে ইন্টারনেট ব্যবহার করতে চাই। এটা কিভাবে করা যেতে পারে?
◘ একটা নেটওয়ার্ক ড্রাইভ তৈরী করতে চাই। ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ দিয়ে আজ চেষ্টা করে দেখেছি। কিন্তু বুঝতে পারছি না এটা পিসি রিস্টার্টের পরও সবগুলো পিসিতে দেখাবে কিনা। মোটামুটি স্থায়ীভাবে একটা ড্রাইভ তৈরী করতে চাই যেটা সব পিসিতে 'মাই কম্পিউটারে' ক্লিক করলেই লোকাল ড্রাইভগুলোর মতো দেখা যাবে।
কিভাবে করা যাবে?
কারো জানা থাকলে জানাবেন প্লিজজজজজজজজজজজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




