আমার অলক্ষ্যে আমাকে দেখে শিহরিত
হতে চায় কবি , শিহরন জাগেনা মনে
কবি চৈতন্যের প্রতিটি মোর্চা
দোল খায় কবিতার সমীরনে ।
কাব্যের সাত প্যাঁচে বাঁধা পড়ে কবি
কবিতায় দ্রবিভূত , কবিতার পদতলে
করে সে নতশির । আমার জন্য তুলে রাখে
নান্দনিক ভোরের শিশির ।
সে শিশিরে পা ভেজাই আমি
মনে থাকে ক্ষুধা ও খরা
ছন্দময় ভালবাসায় আমি স্মিত হাসি
কবিকে বোঝার সাধ্য আমার নেই
কবি থেকে যায় অনাপন অধরা ।
কবিকে ভালবেসে ভুল করি
কবির সমস্ত রোমান্টিকতা কবিতার সাথে
বাস্তবে সে কবিতার কৃতদাস
নিভে নিভে নিজেকে নির্জীব করে তুলি
দুঃসহ অভিজ্ঞতায় কবির সাথে বসবাস ।
কবি আর আমি পাশাপাশি ঝুলে থাকা
দুটো ছবি শোভা বাড়ায় ঘরের দেয়াল জুড়ে
সবুরে সবুরে নির্ঘুম রাত কাটায় বউ
কাব্যদেব কবি ঘুমান আনন্দে ছন্দমুড়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




