প্রতিটি স্বপ্নের মূর্তি
তাহাদের কাছে মাথানত করে
দাম্ভিক দেশপ্রেমিক নিজেকে
চরিতার্থ করে গণিকার পদচুম্বনে
আমি ও আমরা গনতন্ত গনতন্ত করে
জীবনকে বিষিয়ে তুলি
জনপ্রতিনিধির সৌখিন তামাকে ঢালি
আমাদের তাবৎ সমর্থন
পৈশাচিক স্বপ্নচারিতা কিংবা
মিথ্যা স্বপ্নের অসম কাম ও কমনীয়তা
আমাদের রাতের ঘুম দিনের কর্মচাঞ্চল্য
সবকিছুকে ভূলুন্ঠিত করে
ঔপনিবেশিকতার পরাক্রমশালী শক্তিরুপে
আবির্ভূত হয় আমাদের নির্বাচিত মন্ত্রী ও এমপিগণ
জাতীয় সংসদে মুহূর্মুহূ করতালিতে
পাশ হয় তাহাদের গণিকার সাথে সহবাস
আর আমরা ব্যবহার করি
বিনামূল্যে পাওয়া জন্ম নিয়ন্ত্রনের উপাদান
ভূখানাঙ্গা পেট আর জীর্ণশীর্ণ উরুর মাঝখানে
একটি লিকলিকে অঙ্গছাড়া
আর কীইবা আছে আমাদের
গর্ব করার মতো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




