ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে
সে অপেক্ষায় দিন গুনেছি বছরের পর বছর
এখন দেখি সে একদিন কোনদিন আর আসেনা
কিচ্ছু যেহয়নি তার জন্য যতোটা দুঃখ
এরচেয়ে বেশী দুঃখ
কিছু যে আর হওয়ার সম্ভাবনাটুকু পর্যন্ত নেই
সে কারনে
ভেবেছিলাম পায়ের তলায় পিষ্ট হবে দ্রোহের আগুন
এখন দেখি সে আগুনই একে একে গ্রাস করছে
আমার প্রতিটি ফাগুন
ফাগুনের গান আজ সুরহীন
টগবগে তারুন্যের সকল স্বপ্নের দীপাবলী
আজ নিভু নিভু
আর যাবতীয় সম্ভাবনার শরীরে
একের পর এক পড়ছে
অসম্ভবের নিকষ আস্তর
কখন যে কিভাবে কেটে গেল
আমার তেত্রিশ বছর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




