আর্থিব শব্দের বিঘ্ন ঘটায় অবাধ্য গুন্জন
অসভ্য যৌবন কুর্নিশ করে সামান্ত শৈশব
গনতান্ত্রিক গৌরবের খিল খিল হাসি
লাল নীল বিকিনির মতো ঝুলে থাকে
ধর্মশালার দেয়াল জুড়ে
ধর্মপ্রান প্রেতাত্মাগুলো উজানের মাছের মতো
উঠে এসে ভিড় জমায় আমাদের বিবেক-চত্বরে
উর্বশীর উরুসন্ধিক্ষনে আতরের গন্ধ পেয়ে
ঘৃনায় মুখ সরিয়ে নেয় ইতর নাগরিক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




