শৈশব যৌবন আর বার্ধক্যে
ভালবাসা আসে
একেক সময়ে ভালবাসা একেক রকম
যৌবনের ভালবাসা সবচেয়ে অনুপম
নারী ও পুরুষে নারী ও নারীতে এবং
পুরুষ ও পুরুষে ভালবাসা হয়
একেক যুগলের ভালবাসা একেকরকম
নারী ও পুরুষের ভালবাসা সবচেয়ে অনুপম
কালবোশেখীর ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হয়
সিডর সাইক্লোন কিংবা টর্নেডোয় ঝরে অবিরাম বৃষ্টি
একেক সময়ে বৃষ্টির আবেদন একেকরকম
গ্রীষ্মের তাপদাহ শেষে বৃষ্টি সবচেয়ে অনুপম
১০ নবেম্বর ২০০৭
প্যারিস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




