তুমিকি হবে আমার পরানের বউ
লাজে হেসে বধূ বারএক রাজি হও।।
বলো বধূ বাধিতেকি পারিবেনা মোরে
মধূ অভিমানে আদর শাসন ডোরে।।
মোর তরীর হাল তোমার হাতে লও।ঐ
আমারে লয়ে তোমারে দাও মোরে দিয়ে
প্রেম নিয়ে প্রেম দিয়ে দাওগো ভরিয়ে।।
প্রিয়েগো বর বলে বরিলে মোরে কও।ঐ
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





