মাত্র বৈশাখী টিভি অন করলাম। আইজকা সম্ভবত বৈশাখী টিভির ঈদ লাইগা গ্যাসে। টকশোটা খানিক্ষন দেইখা অত ভালু লাগে নাই, তবে একটু পর পর যে মিউজিকটা বাজতেসে, সেটা সুন্দর হইসে, একটা রাজসিক ভাব আছে! কিং খান বইলা কথা!
শাহরুখের এই প্রোগ্রাম লইয়া ব্লগে গালাগালির তুবড়ি দেইখা আমি টাশকিত। মানুষের জীবনে বিনোদন খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, আর আমাগো দুর্ভাগ্য যে সেই বিনোদন সেরকমভাবে উপভোগ করার উপায় খুব একটা নাই। শাহরুখ খান বাংলাদেশে আইসা একটা ভাল উপলক্ষ তৈরি কইরা দিসে। গুটিসংখ্যক ভাগ্যবান-ভাগ্যবতী হয়তো লাইভ দেখতে পারবো, আর আমার মত কয়েক মিলিয়ন জনগন সেটা টিভিতে দেখবো। এই উপলক্ষ্যে এই যে আমরা বিনোদিত হবো, সেটাই বা কম কিসে?
প্রশ্ন আসতে পারে, তাইলে জনগনের একটা বিশাল অংশ তো এই বিনোদন পাইতেসেনা? আমি তাগোরে উলটা প্রশ্ন করবো, 'জনগনের একটা বিশাল অংশ তো শাকিব খানের সিনেমা দেইখা বিনোদিত হইতেসে, আমি তো সেই বিনোদন পাইতেসি না রে ভাই'!
আমার কথার মাজেজা হইলো, যার যার বিনোদন তার তার কাছে। তোমার যদি কোনটা ভাল না লাগলো, তুমি সেটা কইরো না। কিন্তু যার ভাল লাগতেসে, তারে কেন হুদাহুদি খুচাইতেসো?
যাই হোক আসলে যে কথাটা বলতে চাইতেসি, শাহরুখ খানের কাছে আমার প্রত্যাশাটা কি? আমি তাকে একসময় খুব পছন্দ করতাম, তার অভিনয় আমার কাছে সুপার লাগতো, এখনও ওকে আমার খুব একটা খারাপ লাগে না। তবে তার যে জিনিসটা আমার সবচাইতে ভাল লাগে, সেটা হইলো তার কথাবার্তা। তার উপর সে খুবই স্মার্ট টাইপের মানুষ। কথাবার্তা দিয়া সম্মোহিত করার দুর্লভ গুনটা তার খুব ভাল মতই রপ্ত করা আছে। ইন্ডিয়ান চ্যানেলগুলায় বিভিন্ন টকশো প্রোগ্রাম, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার সেন্স অব হিউমার দেইখাও যেমন ভাল লাগে, তেমনি সুযোগ পাইলেই নবীন-তরুনদের উদ্দ্যেশ্যে তার অনুপ্ররনাদায়ক কথাবার্তাও সুপার্ব লাগে। এরকম একজন আইকন যখন ইন্সপাইরেশনাল কথাবার্তা বলতে থাকেন, সেটা সামনে বইসা থাকা একজন তরুনকে হয়তো স্বপ্ন দেখাইতে সাহায্যই করে।
মোদ্দা কথা হইলো, খালি শাহরুখের নাচ-গানের কথাই সবাই বলতেসে, আর বলতেসে যে এই প্রোগ্রামের কারনে তরুন সমাজ আরো উচ্ছন্নে যাইবো। আরে বাবা, বি পজিটিভ। আমি তো খুবই আশাবাদী যে, প্রোগ্রামের ফাঁকে ফাঁকে কিং খান এমন কিছু অনুপ্রেরনাদায়ক মেসেজ কনভে করবো, যাতে কইরা অনেক তরুন-তরুনীই নতুন কইরা স্বপ্ন দেখার সাহস পাইবো, মোটিভেশন পাইবো।
এটাই হোক আমাদের আইজকার দিনের চাওয়া!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




