ছেলেটি বাসের জন্য অপেক্ষা করছিল বাসস্টপেজে, একটা মেয়ে কিছু দূরে দাড়িয়ে অনেকক্ষণ ধরে কাকে যেন ঝাড়ি মারছে মোবাইলের ওপাশে।
ছেলেটা আড়চোখে কয়েকবার দেখল মেয়েটাকে।
স্লিভলেস টপ, লং স্কার্ট, শোল্ডার ব্যাগ। হুম, চলে।
ফোনে কথা বলা শেষ হতেই মেয়েটা ছেলেটার পাশে এসে দাড়ালো, একটু এদিক ওদিক তাকিয়ে আস্তে করে মুখের কাছে মুখটা আনল, দূরত্ব মাত্র কয়েক মিলিমিটার। অচেনা অজানা একটা মেয়ে। ছেলেটা ঘামতে শুরু করেছে। কি জানি কি হয়!
ছেলেটার কানের কাছে আস্তে করে বলল মেয়েটা, "একটা সিগরেট হবে, প্লিজ। খুব মাথাটা ধরেছে।"
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




